হোম > বিশ্ব > ভারত

কর্ণাটকে কপালে তিলক থাকায় শিক্ষার্থীকে কলেজে ঢুকতে বাধা

ভারতের কর্ণাটকের ইন্ডি শহরে কপালে সিঁদুরের তিলক থাকায় এক শিক্ষার্থীকে কলেজ চত্বরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

হিজাব বিতর্কের অবসান টানতে কর্ণাটক হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে, মামলার শুনানি না হওয়া অবধি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো প্রকার ধর্মীয় পোশাক পরে যাওয়া যাবে না। আদালতের এই নির্দেশিকার পরই কর্ণাটকের একাধিক স্কুল, কলেজে ছাত্রীদের হিজাব পরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এবার কপালে সিঁদুরের তিলক থাকায় এক ব্যক্তিকেও কলেজ চত্বরে প্রবেশে বাধা দেওয়া হলো।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে কর্ণাটকের একাধিক ডিগ্রি কলেজে পরীক্ষা চলছে। ওই পরীক্ষার্থীও ভালো ফলের জন্যই সিঁদুরের তিলক লাগিয়ে এসেছিলেন। কিন্তু কলেজ গেটের মুখেই তাঁকে বাধা দেওয়া হয়। অধ্যাপকেরা ওই শিক্ষার্থীকে বলেন, কলেজে ঢোকার জন্য তাঁকে তিলক মুছতে হবে। ওই শিক্ষার্থী প্রথমে রাজি না হলেও তাঁকে বোঝানো হয় যে, হিজাব ও গেরুয়া শাল বিতর্কের মাঝে এই তিলক পরে আসায় বিতর্ক আরও বাড়তে পারে।  এ নিয়ে শিক্ষকদের সঙ্গে তর্কাতর্কিও হয় ওই শিক্ষার্থীর । পরে অবশ্য তিলক মুছেই ওই শিক্ষার্থী কলেজে প্রবেশ করেন।

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত