হোম > বিশ্ব > ভারত

কর্ণাটকে কপালে তিলক থাকায় শিক্ষার্থীকে কলেজে ঢুকতে বাধা

ভারতের কর্ণাটকের ইন্ডি শহরে কপালে সিঁদুরের তিলক থাকায় এক শিক্ষার্থীকে কলেজ চত্বরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

হিজাব বিতর্কের অবসান টানতে কর্ণাটক হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে, মামলার শুনানি না হওয়া অবধি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো প্রকার ধর্মীয় পোশাক পরে যাওয়া যাবে না। আদালতের এই নির্দেশিকার পরই কর্ণাটকের একাধিক স্কুল, কলেজে ছাত্রীদের হিজাব পরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এবার কপালে সিঁদুরের তিলক থাকায় এক ব্যক্তিকেও কলেজ চত্বরে প্রবেশে বাধা দেওয়া হলো।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে কর্ণাটকের একাধিক ডিগ্রি কলেজে পরীক্ষা চলছে। ওই পরীক্ষার্থীও ভালো ফলের জন্যই সিঁদুরের তিলক লাগিয়ে এসেছিলেন। কিন্তু কলেজ গেটের মুখেই তাঁকে বাধা দেওয়া হয়। অধ্যাপকেরা ওই শিক্ষার্থীকে বলেন, কলেজে ঢোকার জন্য তাঁকে তিলক মুছতে হবে। ওই শিক্ষার্থী প্রথমে রাজি না হলেও তাঁকে বোঝানো হয় যে, হিজাব ও গেরুয়া শাল বিতর্কের মাঝে এই তিলক পরে আসায় বিতর্ক আরও বাড়তে পারে।  এ নিয়ে শিক্ষকদের সঙ্গে তর্কাতর্কিও হয় ওই শিক্ষার্থীর । পরে অবশ্য তিলক মুছেই ওই শিক্ষার্থী কলেজে প্রবেশ করেন।

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা