হোম > বিশ্ব > ভারত

এবার হিন্দিতে প্রকাশিত হলো মেডিকেলের বই, ‘হিন্দির আগ্রাসনের’ অভিযোগ 

কলকাতা প্রতিনিধি

এবার ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে মেডিকেল কলেজে পড়ানোর জন্য হিন্দি ভাষায় লিখিত বই প্রকাশ করেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দি ভাষায় অনূদিত চিকিৎসা শাস্ত্রের পাঠ্যবইয়ের মোড়ক উন্মোচন করেন। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতে, হিন্দি ভাষায় চিকিৎসা শাস্ত্রের পাঠদান শুরু করাটা সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। তবে সরকারের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশটি অ-হিন্দিভাষী জনগোষ্ঠীগুলোর তরফ থেকে। তাঁদের অভিযোগ, বিজেপি ঘোষিত ‘হিন্দু-হিন্দি-হিন্দুস্তান’ নীতি কার্যকর করতেই এই উদ্যোগ। এরই মধ্যে ‘হিন্দি আগ্রাসনের’ অভিযোগে রাজ্য রাজ্যে শুরু হয়েছে বিক্ষোভ। 

ভারতে হিন্দুত্ববাদীদের স্লোগান ছিল, ‘হিন্দু-হিন্দি-হিন্দুস্তান।’ উগ্র হিন্দুত্ববাদের সঙ্গে দেশজুড়ে হিন্দির আগ্রাসনও শুরু হয়েছে। এ ছাড়া বিজেপির মতাদর্শের বাইরে থাকা দলগুলোর আপত্তি অগ্রাহ্য করেই বিজেপি তাদের এজেন্ডা অনুযায়ী নিজেদের কর্মসূচি বাস্তবায়নের গতি তীব্র করছে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার, নাগরিকত্ব আইন সংশোধন, আমিষ খাবারের বিরুদ্ধে প্রচার, বাবরি মসজিদের বদলে রাম মন্দির নির্মাণ প্রভৃতি তারই লক্ষণ। 

এবার শুরু হয়েছে হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা করার উদ্যোগ। দক্ষিণ ভারতের কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক থেকে শুরু করে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে প্রতিবাদের মধ্যেই মধ্যপ্রদেশে ক্ষমতাসীন বিজেপি সরকার হিন্দি ভাষায় চিকিৎসা শাস্ত্রের পাঠদান শুরু করায় বিতর্ক আরও বেড়েছে। 

ভারতের মতো বহু ভাষার দেশে হিন্দির আগ্রাসন চালানো হলে তার প্রতিবাদ শুরু হওয়াই স্বাভাবিক। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, ইংরেজদের দাসত্ব থেকে মুক্তির জন্য হিন্দির ব্যাপক প্রচার জরুরি। তবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পাল্টা হুমকি, ‘আঞ্চলিক ভাষার স্বার্থ সুরক্ষায় কংগ্রেস সর্বশক্তি দিয়ে লড়াই করবে।’ 

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক