হোম > বিশ্ব > ভারত

নির্বাচনের প্রচারণায় বিজেপির মুসলিমবিরোধী ভিডিও, সরানোর নির্দেশ নির্বাচন কমিশনের

ঝাড়খণ্ডের একটি এলাকায় শুক্রবারের জুমার নামাজ আদায় করছেন স্থানীয় মুসলিমরা। ছবি: আল-জাজিরা

সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের ডিজিটাল মাধ্যম থেকে মুসলিমবিরোধী ভিডিও সরাতে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য এই ভিডিও বানিয়েছিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির বানানো ওই ভিডিওতে মুসলিম সম্প্রদায়কে নেতিবাচক ও বৈষম্যমূলকভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ভারতের শাসক দল। ভিডিওটিতে ‘ইসলামভীতি’ প্রচার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

গত শনিবার ঝাড়খণ্ড রাজ্যের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ভিডিওটি প্রকাশ করা হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওতে দেখানো হয়েছে একদল মুসলিম একটি বাড়ি জোরপূর্বক দখল করছে। এতে বাড়ির মালিক এক নারী নতুনদের দেখে বিরক্তি প্রকাশ করছেন। অন্যদিকে, মুসলিম শিশুরা আসবাবপত্র নোংরা করছে, নারীরা হিজাব ও নিকাবে পুরোপুরি ঢাকা অবস্থায় বাড়িতে ঢুকছে। কেউ আবার বাড়ির বাথরুমে গোসল করছে।

ভিডিওটি মুসলিম সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ বাড়িয়ে তুলছে বলেও অভিযোগ আছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দলের সমর্থকের বাড়িতে মুসলিমদের জোরপূর্বক প্রবেশের দৃশ্য তুলে ধরেছে বিতর্কিত ভিডিওটি।

বিজেপির প্রচারণায় ইসলামভীতির ব্যবহার নতুন বিষয় নয়, এটি প্রায় ধারাবাহিক একটি বিষয়। এর আগে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় কর্ণাটকের বিজেপি সমর্থিত একটি এক্স অ্যাকাউন্ট থেকে বিতর্কিত অ্যানিমেশন প্রকাশ করা হয়। সেই অ্যানিমেশনে বিজেপি অভিযোগ করে, কংগ্রেস মুসলিম সম্প্রদায়ের আধিপত্য প্রতিষ্ঠায় সহায়তা করছে।

এদিকে, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন সামনে রেখে বিজেপির প্রচারিত ভিডিওটি নিয়ে বিতর্কের পর গত রোববার দেশটির নির্বাচন কমিশন (ইসি) বিজেপিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর নির্দেশ দেয়। ইসি জানিয়েছে, ভিডিওটি নির্বাচনী আচরণবিধি (মডেল কোড অব কনডাক্ট) লঙ্ঘন করেছে। পরে ভিডিওটি অনলাইন প্ল্যাটফরম থেকে সরিয়ে ফেলে বিজেপি।

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার