হোম > বিশ্ব > ভারত

হারিয়ে যাওয়ার ২২ বছর পর সন্ন্যাসীর বেশে মায়ের কাছে ভিক্ষা চাইলেন ছেলে

প্রায় দুই দশক পর ভারতের উত্তরপ্রদেশের একটি গ্রামে রহস্যজনকভাবে ফিরে এসেছেন পিংকু নামে এক ব্যক্তি। ২২ বছর আগে মাত্র ১১ বছর বয়সে দিল্লি থেকে হারিয়ে গিয়েছিলেন তিনি। সম্প্রতি সন্ন্যাসীর বেশে গ্রামে ফিরে তিনি তাঁর মায়ের কাছে ভিক্ষা দাবি করেন।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মা ও ছেলের আবেগঘন পুনর্মিলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা গেছে, ঐতিহ্যবাহী গেরুয়া পোশাকে ৩৩ বছর বয়সী পিংকু এখন পুরোদস্তুর সন্ন্যাসী। তিন-তারের একটি সারেঙ্গি বাজিয়ে বিষণ্ন সুরে গান গেয়ে মায়ের কাছে ভিক্ষা প্রার্থনা করছেন তিনি।

সন্ন্যাসী পিংকু তাঁর মায়ের সামনে যে গানটি গাইছিলেন তা ভারতীয় লোককাহিনির কেন্দ্রীয় চরিত্র রাজা ভার্থারিকে নিয়ে। লোককাহিনি অনুযায়ী, রাজা ভার্থারি একদা সন্ন্যাসী হওয়ার জন্য একটি সমৃদ্ধ রাজ্য ত্যাগ করেছিলেন।

দীর্ঘ বছর পর হারানো ছেলে ফিরে এসে যখন গান গাইছিল, তাঁর মা তখন অঝোর ধারায় কাঁদছিলেন।

জানা যায়, ২০০২ সালে মার্বেল খেলা নিয়ে বাবার সঙ্গে মতবিরোধের জের ধরে দিল্লিতে থাকা নিজেদের বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন রতিপাল সিংয়ের ছেলে পিংকু। মা ভানুমতিও পিংকুকে বকাঝকা করেছিলেন। রাগ করে তাই তিনি এমন একটি যাত্রা শুরু করেছিলেন, যা তাঁকে দুই দশক ধরে পরিবারের কাছ থেকে দূরে রেখেছে।

গত সপ্তাহে উত্তরপ্রদেশের আমেতি জেলার খরৌলি গ্রামে নিজেদের আদিপুরুষের বাড়িতে ফিরে আসেন পিংকু। তাঁর এমন হঠাৎ আগমনে হতবাক হয়ে যায় গ্রামবাসী। তারা পিংকুকে জানান, তাঁর বাবা-মা এখনো দিল্লিতে থাকেন। তাৎক্ষণিকভাবে গ্রামবাসী দিল্লিতে থাকা পিংকুর বাবা-মাকে খবরটি জানায়।

বাবা-মা গ্রামে এসে শরীরের দাগ দেখে পিংকুকে চিনতে পারেন। তবে সন্তানের সঙ্গে বাবা-মায়ের পুনর্মিলনটি স্বল্পস্থায়ী ছিল। বাবা-মা এবং গ্রামবাসীর অনেক অনুরোধ সত্ত্বেও পিংকু আবারও গ্রাম ছেড়ে চলে যান।

পিংকুর বাবা রতিপাল সিং জানিয়েছেন, তাঁর ছেলে একটি ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে জড়িত। ছেলেকে মুক্তি দেওয়ার জন্য ওই সম্প্রদায় ১১ লাখ ভারতীয় মুদ্রা দাবি করছে।

রতিপাল বলেন, ‘আমার পকেটে ১১ টাকা নাই, আমি কীভাবে ১১ লাখ টাকা দেব।’

গ্রাম ত্যাগের আগে পিংকু জানিয়ে গেছেন, তিনি আর পারিবারিক বন্ধন দ্বারা চালিত নন। একটি ধর্মীয় আচার দ্বারা তিনি এখন পরিচালিত হচ্ছেন। ধর্মীয় ওই আচার অনুযায়ী, সন্ন্যাস জীবনের উচ্চতর স্থরে পৌঁছাতে অবশ্যই কোনো তপস্বীকে তাঁর মায়ের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করতে হবে।

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার