হোম > বিশ্ব > ভারত

শপথের পরদিনই সিকিমের বিধানসভা থেকে মুখ্যমন্ত্রীর স্ত্রীর পদত্যাগ, নানা প্রশ্ন

হঠাৎ আজ বৃহস্পতিবার বিধানসভার এমপি পদ থেকে পদত্যাগ করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের স্ত্রী কৃষ্ণ কুমারী রাই। এক দিন আগেই তিনি এমএলএ হিসেবে শপথ নিয়েছিলেন। কৃষ্ণ কুমারীর এমন পদত্যাগ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করলেও প্রাথমিকভাবে এটির কারণ জানা যায়নি। 

কৃষ্ণ কুমারী রাইয়ের আকস্মিক পদত্যাগকে ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এ বিষয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত সিকিমের বিধানসভা নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে প্রেম সিং তামাংয়ের নেতৃত্বাধীন আঞ্চলিক দল ‘সিকিম ক্রান্তিকারী মোর্চা’ (এসকেএম)। রাজ্য সভার ৩২টি আসনের ৩১টি আসনেই জয় পায় দলটি। 

এবারই প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছিলেন প্রেম সিং তামাংয়ের স্ত্রী কৃষ্ণ কুমারী রাই। রাজ্যের নামচি-সিংঘিথাং আসন থেকে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের প্রার্থী বিমল রাইকে ৫ হাজার ৩০২ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। 

জানা গেছে, কৃষ্ণ কুমারী রাই যখন পদত্যাগ করলেন তখন অরুণাচল প্রদেশে মুখ্যমন্ত্রী হিসেবে ফিরে আসা পেমা খান্ডুর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওই রাজ্যে অবস্থান করছিলেন প্রেম সিং তামাং। 

কৃষ্ণ কুমারীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন সিকিম বিধানসভার নবনির্বাচিত স্পিকার মিংমা নরবু শেরপা। এই পদত্যাগের ফলে রাজ্যের নামচি-সিংঘিথাং আসনটি আবারও খালি হয়ে গেছে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে