হোম > বিশ্ব > ভারত

আম আদমি পার্টি হচ্ছে কংগ্রেসের ফটোকপি: মোদি

কলকাতা প্রতিনিধি

চলতি মাসেই ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। রাজ্যগুলো হলো-গোয়া, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং মণিপুর। এরই মধ্যে কয়েক দফার ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটে জয় পেতে চেষ্টার কমতি রাখছে না দলগুলো।

আজ বুধবার শিখদের দলিত ধর্মগুরু রবিদাসের জন্মদিন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির করোলবাগে বিশ্রামধাম মন্দিরে শিখ ধর্মাবলম্বীদের সঙ্গে খঞ্জনি বাজিয়ে কীর্তনে মেতে ওঠেন। আর কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদরা উত্তর প্রদেশের বেনারসে গুরুদোয়ারার লঙ্গরের খাবার ভক্তদের মাঝে বিতরণ করেন। ভোটের আগে এটিকে শিখদের মন জয় করার অংশ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আগামী রোববার কংগ্রেস শাসিত পাঞ্জাব বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। ভারতের নির্বাচন কমিশন প্রথমে পাঞ্জাবে ১৪ ফেব্রুয়ারিই ভোটের দিন ধার্য করেছিল। কিন্তু রবিদাস জয়ন্তীর কথা মাথায় রেখেই ভোটের দিন পিছিয়ে ২০ ফেব্রুয়ারি করা হয়। 

বিভিন্ন জরিপে বলা হয়েছে, পাঞ্জাবে বিজেপির কোনো সম্ভাবনা নেই। লড়াই হচ্ছে কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির। মোদি কটাক্ষ করে বলেছেন, কংগ্রেস যদি অরিজিনাল হয় আম আদমি পার্টি হচ্ছে তার ফটোকপি।

কংগ্রেসের তরফে পাল্টা হাতিয়ার করা হয়েছে হিজাব বিতর্ককে। শিখ ধর্মাবলম্বীরা মাথায় পাগড়ি পরেন। এটা মাথায় রেখে প্রিয়াঙ্কা এদিন কটাক্ষ করে বলেন, হিজাবের পর এবার তাহলে পাগড়িও খোলা হবে। 

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি বলেছেন, অরবিন্দ কেজরিওয়ালের দল সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। জবাবে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, কংগ্রেস আর দুর্নীতি সমার্থক, বিজেপিও তাই। 

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ