হোম > বিশ্ব > ভারত

ভারতের নতুন প্রতিরক্ষাপ্রধান অনিল চৌহান

ভারতের নতুন প্রতিরক্ষাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) অনিল চৌহান। বুধবার (২৯ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস হিসেবে তাঁর নাম ঘোষণা করে।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, দেশটির সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের মৃত্যুর ৯ মাস পর তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন অনিল চৌহান। প্রায় ৪০ বছর ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন পদে কাজের অভিজ্ঞতা রয়েছে অনিল চৌহানের। কাশ্মীরে অনুপ্রবেশ ঠেকাতে তাঁর বিশেষ অভিজ্ঞতা আছে। সেনাবাহিনীর বিভিন্ন কমান্ডের দায়িত্বও তিনি সামলেছেন। এবার তিন বাহিনীর সর্বোচ্চ পদে বসছেন ৬১ বছর বয়সী অনিল চৌহান।

গত বছরের ডিসেম্বরে তামিলনাড়ুতে এক হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের। এর পর থেকেই শূন্য ছিল চিফ অব ডিফেন্স স্টাফের পদটি।

২০২১ সালের মে মাসে অবসরে যান লেফটেন্যান্ট জেনারেল চৌহান। অনিল চৌহানকে সিডিএস পদে বসানোর আগে নিয়োগের নিয়মে সংশোধন করেছে ভারত। আগে চিফ অব ডিফেন্স স্টাফ নিয়োগ করা হতো শুধু কর্মরত লেফটেন্যান্ট জেনারেলদের মধ্য থেকে।

নতুন নিয়মে শুধু কর্মরত লেফটেন্যান্ট জেনারেলরা নন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলরাও এই পদে নিয়োগ পাবেন। তবে এ ক্ষেত্রে তাঁদের বয়স ৬২ বছরের কম হতে হবে। সেই নিয়মেই অনিল চৌহানকে ভারতের সেনা সর্বাধিনায়ক করা হয়েছে। তিন বাহিনীর মধ্যে সমন্বয় সাধন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ভার থাকবে সিডিএসের ওপর। 

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার