হোম > বিশ্ব > ভারত

ডাকাডাকি চলছে, এখনো ঘুম ভাঙেনি ভারতীয় চন্দ্রযানের

পৃথিবীর হিসেবে ১৪ দিন পর চাঁদের দক্ষিণ মেরুতে নতুন দিন শুরু হয়েছে। এ অবস্থায় ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো দাবি করেছে, তারা চাঁদের দক্ষিণ মেরুতে অবস্থান করা চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। যদিও এখন পর্যন্ত এ দুটি যন্ত্রের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার ২০ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে সূর্যোদয় হয়েছে। পৃথিবীর হিসেবে এর আগের টানা ১৪ দিন রাত ছিল সেখানে। দীর্ঘ এই রাত অতিক্রম করতে ১৪ দিনের জন্য স্লিপ মুডে ছিল চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। 

নতুন দিন শুরু হওয়া এবার তাদের ঘুম ভাঙার সময় এসেছে। সূর্যের আলোয় আবার সক্রিয় হবে যন্ত্র দুটির সৌর প্যানেল। আর সক্রিয় হলেই তারা ইসরোর বিজ্ঞানীদের ডাকে সাড়া দেবে। 

ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর হিসেবে টানা ১৪ দিনের দীর্ঘ রাত পাড়ি দিতে তারাই যন্ত্র দুটির ব্যাটারি নিষ্ক্রিয় করে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। ঘুম পাড়ানোর এই প্রক্রিয়াকে ‘হাইবারনেশন’ বলে। 

বিজ্ঞানীরা আরও জানান, চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে নামার পর থেকেই বিক্রম ও রোভার বেশ ভালোভাবেই কাজ করেছে। যান্ত্রিক কোনো গোলমাল হয়নি। 

ঘুম পাড়ানোর আগে যন্ত্র দুটির গতিবিধি, অনুসন্ধান এবং তাদের তোলা বিভিন্ন ছবির নিয়মিত আপডেট দিয়েছে ইসরো। সংস্থাটি দাবি করেছে, ঘুম পাড়ানোর আগে যান দুটি তাদের সব অ্যাসাইনমেন্ট সম্পন্ন করেছে। 

ইসরোর বিজ্ঞানীদের দাবি অনুযায়ী, শিগগিরই ঘুম ভাঙবে বিক্রম ও প্রজ্ঞানের। এ বিষয়ে তাঁরা চাঁদের পাঠানো চীনের চ্যাঙ্গি-৪ ল্যান্ডার ও ইউটু-২ রোভারের উদাহরণ টানেন। চাঁদের মাটিতে ওই যান দুটি বেশ কয়েকবার দীর্ঘ ঘুমে গেছে এবং দিন শুরু হলে ঘুম ভেঙেছে।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে