হোম > বিশ্ব > ভারত

ভারতীয় নাগরিক হতে ইচ্ছুক মুসলিমদের খতনা যাচাইয়ের পরামর্শ, তথাগতের বিরুদ্ধে মামলা

এলিন খান

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার প্রসঙ্গে পুরুষদের ‘মুসলমানি’ চিহ্ন তথা খতনা করার বিষয়টি পরীক্ষা করে দেখার পরামর্শ দিয়েছিলেন বিজেপি নেতা তথাগত রায়। বিষয়টিকে কুরুচিপূর্ণ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ও সর্বভারতীয় মতুয়া সংঘের নেত্রী মমতা ঠাকুর।

গত সোমবার মেঘালয়ের সাবেক এই গভর্নর তাঁর টুইটে লেখেন, ‘যিনি (ভারতের) নাগরিকত্ব নিতে চান, তাঁকে অবশ্যই হিন্দু, বৌদ্ধ বা খ্রিষ্টান হতে হবে। একজন পুরুষের ধর্মীয় অবস্থান পরীক্ষা জন্য অবশ্যই তাঁর মুসলমানি বা খতনা করা হয়েছে কি না কিংবা সে অন্য কোনো অবস্থায় আছে কি না, তা দেখতে হবে।’ সেই টুইটে তথাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করেছিলেন।

তথাগত রায়ের এই কুরুচিপূর্ণ ও নোংরা পরামর্শের প্রতিবাদে ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন উত্তর ২৪-পরগনা জেলার গাইঘাটা থানায় মামলা দায়ের করেন মমতা ঠাকুর।

এ ঘটনার পরপর বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি মুসলিমদের নাগরিকত্ব পাওয়া আটকাতেই এমন পরামর্শ দিচ্ছেন তথাগত? শুধু তাই নয়, তাঁর এই বক্তব্য ঘিরে অশ্লীলতার পাশাপাশি ধর্মীয় বিভেদ উসকে উঠতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, তথাগত রায়ের টুইটের বিষয়বস্তু ছড়িয়ে পড়ার পরপরই গতকাল মঙ্গলবার তাঁর দক্ষিণ কলকাতার বাসভবনের সামনে মতুয়া সম্প্রদায়ের লোকেরা বিক্ষোভ ও প্রদর্শন করে।

নির্দিষ্ট করেই একটি ধর্মের মানুষদের উদ্দেশ্যে তথাগত রায়ের পোস্ট ও তাতে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে ট্যাগ করায় তীব্র নিন্দা করেছে তৃণমূল। এক টুইটে তৃণমূল কংগ্রেস লিখেছে, ‘মোদি-শাহকে ট্যাগ করে পোস্ট করেছেন তথাগত, অথচ তাঁরা তথাগতর এই কাজের নিন্দা বা সমালোচনা কোনোটাই এখনো করেননি।’

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস