হোম > বিশ্ব > ভারত

ভারতীয় নাগরিক হতে ইচ্ছুক মুসলিমদের খতনা যাচাইয়ের পরামর্শ, তথাগতের বিরুদ্ধে মামলা

এলিন খান

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার প্রসঙ্গে পুরুষদের ‘মুসলমানি’ চিহ্ন তথা খতনা করার বিষয়টি পরীক্ষা করে দেখার পরামর্শ দিয়েছিলেন বিজেপি নেতা তথাগত রায়। বিষয়টিকে কুরুচিপূর্ণ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ও সর্বভারতীয় মতুয়া সংঘের নেত্রী মমতা ঠাকুর।

গত সোমবার মেঘালয়ের সাবেক এই গভর্নর তাঁর টুইটে লেখেন, ‘যিনি (ভারতের) নাগরিকত্ব নিতে চান, তাঁকে অবশ্যই হিন্দু, বৌদ্ধ বা খ্রিষ্টান হতে হবে। একজন পুরুষের ধর্মীয় অবস্থান পরীক্ষা জন্য অবশ্যই তাঁর মুসলমানি বা খতনা করা হয়েছে কি না কিংবা সে অন্য কোনো অবস্থায় আছে কি না, তা দেখতে হবে।’ সেই টুইটে তথাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করেছিলেন।

তথাগত রায়ের এই কুরুচিপূর্ণ ও নোংরা পরামর্শের প্রতিবাদে ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন উত্তর ২৪-পরগনা জেলার গাইঘাটা থানায় মামলা দায়ের করেন মমতা ঠাকুর।

এ ঘটনার পরপর বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি মুসলিমদের নাগরিকত্ব পাওয়া আটকাতেই এমন পরামর্শ দিচ্ছেন তথাগত? শুধু তাই নয়, তাঁর এই বক্তব্য ঘিরে অশ্লীলতার পাশাপাশি ধর্মীয় বিভেদ উসকে উঠতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, তথাগত রায়ের টুইটের বিষয়বস্তু ছড়িয়ে পড়ার পরপরই গতকাল মঙ্গলবার তাঁর দক্ষিণ কলকাতার বাসভবনের সামনে মতুয়া সম্প্রদায়ের লোকেরা বিক্ষোভ ও প্রদর্শন করে।

নির্দিষ্ট করেই একটি ধর্মের মানুষদের উদ্দেশ্যে তথাগত রায়ের পোস্ট ও তাতে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে ট্যাগ করায় তীব্র নিন্দা করেছে তৃণমূল। এক টুইটে তৃণমূল কংগ্রেস লিখেছে, ‘মোদি-শাহকে ট্যাগ করে পোস্ট করেছেন তথাগত, অথচ তাঁরা তথাগতর এই কাজের নিন্দা বা সমালোচনা কোনোটাই এখনো করেননি।’

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা