হোম > বিশ্ব > ভারত

গুজরাটে এএসআই প্রেমিকাকে হত্যা করে কনস্টেবলের থানায় আত্মসমর্পণ

আজকের পত্রিকা ডেস্ক­

নিহত পুলিশ কর্মকর্তা আরুণাবেন নতুভাই জাদব। ছবি: সংগৃহীত

ভারতের পুলিশ প্রেমিকাকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন প্রেমিক রিজার্ভ পুলিশ ফোর্সের কনস্টেবল। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে গুজরাটের কুচ জেলায় এ ঘটনা ঘটেছে। গতকাল শনিবার, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম আরুণাবেন নতুভাই জাদব। তিনি কুচ জেলার আঞ্জার থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। তার প্রেমিক দিলীপ দাঙচানিয়া সেন্ট্রাল পুলিশ ফোর্সের কনস্টেবল এবং বর্তমানে মণিপুরে কর্মরত। তারা লিভ টুগেদারে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অঞ্জার সার্কেলের সহকারী পুলিশ সুপার (ডিএসপি) মুকেশ চৌধুরী জানিয়েছেন, শুক্রবার রাতে আরুণা ও দিলীপের মধ্যে ঝগড়া হয়। দিলীপের অভিযোগ ঝগড়ার সময় তাঁর মাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন আরুণা। আর তাতেই ক্ষিপ্ত হয়ে আরুণাকে শ্বাসরোধ করে হত্যা করেন দিলীপ। পরে, শনিবার সকালে তিনি নিজেই অঞ্জার থানায় এসে হত্যার কথা স্বীকার করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০২১ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তাঁদের পরিচয় হয়। এরপর থেকেই তাঁরা একসঙ্গে বসবাস করছিলেন। খুব শিগগিরই বিয়ের পরিকল্পনাও ছিল তাদের। ঘটনার পর আরুণার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দিলীপকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার