রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হলো কংগ্রেসের ভারত জোড়ো পদযাত্রা। তামিলনাড়ু রাজ্যের অগস্তিপুরম থেকে এদিন সকালে ১১৮ জন ‘ভারতযাত্রী’ এই পদযাত্রায় অংশ নেন। জাতীয় পতাকা উত্তোলন করে ৩ হাজার ৫৭০ কিলোমিটার পদযাত্রার সূচনা করেন দলের সাবেক সভাপতি রাহুল গান্ধী।
১৫০ দিনে ১২টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চল অতিক্রম করে এই পদযাত্রা কাশ্মীরে পৌঁছাবে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বুধবার ভার্চুয়ালি এই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন। তাঁর মতে, ঐতিহাসিক চেহারা নিতে চলেছে ভারত জোড়ো যাত্রা।
রাহুল জানিয়েছেন, প্রতিদিন ২২ থেকে ২৩ কিলোমিটার পথ অতিক্রম করবেন ভারতযাত্রীরা। তাঁদের গড় বয়স ৩৮। প্রতিদিন ভারতীয় সময় সকাল ৭টা থেকে ১০টা ৩০ মিনিট এবং বিকেল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ নমিনিট পর্যন্ত চলবে এই পদযাত্রা। ২০২৪ সালের লোকসভা নির্বাচন সামনে রেখে দলকে সংঘবদ্ধ করতে অভিনব এই পদযাত্রাকেই পাখির চোখ করতে চাইছেন গান্ধী পরিবারের প্রতি আস্থাভাজন কংগ্রেসের নেতা-কর্মীরা।