হোম > বিশ্ব > ভারত

ধানখেত নিয়ে বিরোধে মণিপুরে আবারও উত্তেজনা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতের মণিপুর রাজ্যের পূর্ব ইমফল জেলার পুখাও লেইতানপোকপি এলাকায় ধানখেত নিয়ে বিরোধকে কেন্দ্র করে আজ রোববার মেইতেই ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংঘর্ষে কিছু লোক আহত হওয়ার খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত সরকারিভাবে তাঁদের সঠিক সংখ্যা নিশ্চিত করা হয়নি।

মণিপুর পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী, যেমন—রাজ্য পুলিশ, বিএসএফ ও সিআরপিএফ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে এবং এখনো তারা ওই এলাকায় অবস্থান করছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রোববার সকাল প্রায় ১০টার দিকে লেইতানপোকপির এক মেইতেই কৃষক সাদু লামপাক গ্রামে নিজের ট্রাক্টর নিয়ে জমি চাষ করতে যান। এই গ্রামটি আবার একটি কুকি গ্রামের কাছাকাছি। এর ফলে ওই কৃষককে কুকি গ্রামের কিছু বাসিন্দা জমি চাষে বাধা দেন। তাঁরা দাবি করেন, ওই জমিটি কৃষকের নয়। এর কিছুক্ষণের মধ্যেই আশপাশের কিছু মেইতেই লোক ঘটনাস্থলে ছুটে আসেন।

পুলিশ জানায়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, দুই পক্ষ একে অপরের দিকে গুলতি ছুড়ে ও পাথর নিক্ষেপ করে সংঘর্ষে জড়ায়। আর ঘটনাস্থলে উপস্থিত বিএসএফ সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন।

মণিপুর পুলিশের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, ‘মানুষকে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’

উল্লেখ্য, লেইতানপোকপি এলাকা মেইতেই অধ্যুষিত এবং পূর্ব ইমফল জেলার একেবারে শেষ সীমানায় অবস্থিত। এর পাশেই রয়েছে কাংপোকপি জেলার সাইকুল উপবিভাগ, যা মূলত কুকি-জো সম্প্রদায়ের নিয়ন্ত্রণাধীন। গত বছরের ৩ মে শুরু হওয়া জাতিগত সংঘর্ষে এই অঞ্চলটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি ছিল।

পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ