হোম > বিশ্ব > ভারত

যে যুক্তিতে পরীক্ষা কেন্দ্রে বোরকা নিষিদ্ধের দাবি বিজেপি নেতার

প্রতীকী ছবি।

মহারাষ্ট্রের মন্ত্রী বিজেপি নেতা নিতীশ রানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মুসলিম ছাত্রীদের বোরকা পরার ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে জানা গেছে, আজ বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী দাদা ভুসেকে দেওয়া এক চিঠিতে তিনি এই দাবি জানান।

নিতীশ রানে চিঠিতে লেখেন, ‘পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের বোরকা পরার অনুমতি দেওয়া হলে তা অসদুপায় (নকল) অবলম্বনের সুযোগ তৈরি করতে পারে এবং নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে।’

রানে আরও লেখেন, ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বোরকা পরার অনুমতি দেওয়া উচিত নয়। প্রয়োজনে পরীক্ষার হলে তল্লাশি চালানোর জন্য নারী পুলিশ বা নারী পর্যবেক্ষক নিয়োগ করা যেতে পারে। এই পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটি স্বচ্ছতার সঙ্গে এবং কোনো রকম অসদুপায় অবলম্বন ছাড়াই অনুষ্ঠিত হওয়া উচিত।’

তিনি যুক্তি দিয়ে বলেন, ‘পরীক্ষার সময় বোরকা পরতে দিলে পরীক্ষার্থীদের গোপনে ইলেকট্রনিক ডিভাইস বা অন্য উপকরণ ব্যবহারের সম্ভাবনা বেড়ে যাবে। এ ছাড়া, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে এবং অন্য পরীক্ষার্থীদের সমস্যায় ফেলতে পারে।’

বিজেপির এই বিধায়ক মহারাষ্ট্র রাজ্য সরকারের মৎস্য ও বন্দর উন্নয়ন দপ্তরের দায়িত্বে রয়েছেন। তবে, রাজ্যের শিক্ষা মন্ত্রণালয় তাঁর চিঠির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি