হোম > বিশ্ব > ভারত

রাজস্থানে সরকারি স্কুলের ভবন ধসে ঝরল ৬ শিশুর প্রাণ

আজকের পত্রিকা ডেস্ক­

শুক্রবার ধসে পড়ে ভবনের ছাদ। ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলায় একটি সরকারি স্কুল ভবন ধসে অন্তত ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া দুই শিশু গুরুতর আহত হয়। আজ শুক্রবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মনোহর থানার পিপলদি সরকারি স্কুলে সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, একতলা ভবনের ছাদ ধসে পড়ার সময় প্রায় ৬০ শিশু এবং শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সূত্র অনুযায়ী, ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। এর আগে এ বিষয়ে বেশ কয়েকবার অভিযোগও জানানো হয়েছিল। এই স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়।

রাজস্থানের শিক্ষাসচিব কৃষ্ণ কুনাল নিশ্চিত করেছেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং ঘটনায় ছয় শিশুর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গ্রামবাসীর মতে, গত কয়েক দিনের একটানা ভারী বৃষ্টির কারণে ছাদ ধসে পড়েছে। ধসে পড়ার শব্দের পরপরই চিৎকার ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, ধুলো ও ধ্বংসাবশেষে এলাকাটি ঢেকে যায়।

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা আটকে পড়া শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের উদ্ধারে ছুটে আসছেন। ধ্বংসাবশেষ সরাতে অন্তত চারটি জেসিবি মেশিনও ঘটনাস্থলে পৌঁছেছে। শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা ভবন ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনাকে ‘দুঃখজনক ও গভীরভাবে বেদনাদায়ক’ বলে অভিহিত করেছেন। তাঁর কার্যালয় এক্সে এক পোস্টে জানিয়েছে, ‘এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের সঙ্গে রয়েছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে।’

শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার বলেছেন, ঘটনা তদন্তের নির্দেশ দেবেন এবং কী কারণে ভবনটি ধসে পড়েছে জানার চেষ্টা করবেন।

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত