হোম > বিশ্ব > ভারত

হেমন্ত সরেন গ্রেপ্তার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছেন চম্পাই 

দীর্ঘ কয়েক ঘণ্টা গা ঢাকা দিয়ে থাকার পর ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে গ্রেপ্তার করেছে ভারতের আর্থিক দুর্নীতি তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। গতকাল বুধবার সন্ধ্যায় হেমন্ত সরেন রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। এর কয়েক মিনিট পরেই তাঁকে গ্রেপ্তার করে ইডি। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন প্রবীণ রাজনীতিবিদ ও বর্তমান পরিবহনমন্ত্রী চম্পাই সরেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল বুধবার হেমন্ত সরেন ঝাড়খণ্ডের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর পদত্যাগপত্র জমা দেন। পরে ভূমি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করে ইডি। হেমন্তের পদত্যাগের পর রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ খালি হওয়ায় সেই পদে অভিষিক্ত হতে যাচ্ছেন তাঁরই দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রবীণ নেতা চম্পাই সরেন।

এর আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে ঘিরে নাটক জমে উঠে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে গিয়ে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে খোঁজ ছিল না তাঁর। তাঁকে ফোনেও পাওয়া যায়নি।

ইডির কর্মকর্তারা জানিয়েছিলেন, অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেমন্ত সরেনকে ডাকা হয়েছিল দিল্লিতে। তিনি গিয়েছিলেনও। তাঁকে বহনকারী বিমান বিমানবন্দরে ঠায় দাঁড়িয়ে, তাঁকে নিতে যাওয়া বিএমডব্লিউ গাড়িটিও জব্দ করে ইডি। কিন্তু তাঁকে ফোনেও পাওয়া যায়নি।

এই অবস্থায় ইডি কর্মকর্তারা মনে করেছিলেন, নিখোঁজ হয়েছেন হেমন্ত সরেন। তবে হেমন্ত সরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা-কর্মী ও ঘনিষ্ঠজনেরা দাবি করেছেন, তাঁরা তাঁর অবস্থানের বিষয়ে অবগত। তিনি তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে