হোম > বিশ্ব > ভারত

হেমন্ত সরেন গ্রেপ্তার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছেন চম্পাই 

দীর্ঘ কয়েক ঘণ্টা গা ঢাকা দিয়ে থাকার পর ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে গ্রেপ্তার করেছে ভারতের আর্থিক দুর্নীতি তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। গতকাল বুধবার সন্ধ্যায় হেমন্ত সরেন রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। এর কয়েক মিনিট পরেই তাঁকে গ্রেপ্তার করে ইডি। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন প্রবীণ রাজনীতিবিদ ও বর্তমান পরিবহনমন্ত্রী চম্পাই সরেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল বুধবার হেমন্ত সরেন ঝাড়খণ্ডের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর পদত্যাগপত্র জমা দেন। পরে ভূমি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করে ইডি। হেমন্তের পদত্যাগের পর রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ খালি হওয়ায় সেই পদে অভিষিক্ত হতে যাচ্ছেন তাঁরই দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রবীণ নেতা চম্পাই সরেন।

এর আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে ঘিরে নাটক জমে উঠে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে গিয়ে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে খোঁজ ছিল না তাঁর। তাঁকে ফোনেও পাওয়া যায়নি।

ইডির কর্মকর্তারা জানিয়েছিলেন, অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেমন্ত সরেনকে ডাকা হয়েছিল দিল্লিতে। তিনি গিয়েছিলেনও। তাঁকে বহনকারী বিমান বিমানবন্দরে ঠায় দাঁড়িয়ে, তাঁকে নিতে যাওয়া বিএমডব্লিউ গাড়িটিও জব্দ করে ইডি। কিন্তু তাঁকে ফোনেও পাওয়া যায়নি।

এই অবস্থায় ইডি কর্মকর্তারা মনে করেছিলেন, নিখোঁজ হয়েছেন হেমন্ত সরেন। তবে হেমন্ত সরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা-কর্মী ও ঘনিষ্ঠজনেরা দাবি করেছেন, তাঁরা তাঁর অবস্থানের বিষয়ে অবগত। তিনি তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন।

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর