হোম > বিশ্ব > ভারত

হেমন্ত সরেন গ্রেপ্তার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছেন চম্পাই 

দীর্ঘ কয়েক ঘণ্টা গা ঢাকা দিয়ে থাকার পর ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে গ্রেপ্তার করেছে ভারতের আর্থিক দুর্নীতি তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। গতকাল বুধবার সন্ধ্যায় হেমন্ত সরেন রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। এর কয়েক মিনিট পরেই তাঁকে গ্রেপ্তার করে ইডি। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন প্রবীণ রাজনীতিবিদ ও বর্তমান পরিবহনমন্ত্রী চম্পাই সরেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল বুধবার হেমন্ত সরেন ঝাড়খণ্ডের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর পদত্যাগপত্র জমা দেন। পরে ভূমি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করে ইডি। হেমন্তের পদত্যাগের পর রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ খালি হওয়ায় সেই পদে অভিষিক্ত হতে যাচ্ছেন তাঁরই দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রবীণ নেতা চম্পাই সরেন।

এর আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে ঘিরে নাটক জমে উঠে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে গিয়ে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে খোঁজ ছিল না তাঁর। তাঁকে ফোনেও পাওয়া যায়নি।

ইডির কর্মকর্তারা জানিয়েছিলেন, অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেমন্ত সরেনকে ডাকা হয়েছিল দিল্লিতে। তিনি গিয়েছিলেনও। তাঁকে বহনকারী বিমান বিমানবন্দরে ঠায় দাঁড়িয়ে, তাঁকে নিতে যাওয়া বিএমডব্লিউ গাড়িটিও জব্দ করে ইডি। কিন্তু তাঁকে ফোনেও পাওয়া যায়নি।

এই অবস্থায় ইডি কর্মকর্তারা মনে করেছিলেন, নিখোঁজ হয়েছেন হেমন্ত সরেন। তবে হেমন্ত সরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা-কর্মী ও ঘনিষ্ঠজনেরা দাবি করেছেন, তাঁরা তাঁর অবস্থানের বিষয়ে অবগত। তিনি তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি