হোম > বিশ্ব > ভারত

ভারতের উত্তরাখণ্ডে ৭ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

আজকের পত্রিকা ডেস্ক­

উত্তরাখণ্ডে বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টার। ছবি: এসডিআরএফ

এবার সাতজন আরোহী নিয়ে ভারতের উত্তরাখন্ডে বিধ্বস্ত হলো এক হেলিকপ্টার। আরোহীদের সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর (এসডিআরএফ) বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, আজ রোববার স্থানীয় সময় সকালে উত্তরাখন্ডের গৌরিকুণ্ডে এ দুর্ঘটনা ঘটে।

উত্তরাখন্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথোরিটি—ইউসিডিএ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৫টা ২০ মিনিটে বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টারটি। পাইলটসহ সাতজন আরোহী ছিলেন। যাত্রীদের ছয়জন উত্তরাখন্ড, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা। যাত্রীদের মধ্যে একটি শিশুও ছিল। হেলিকপ্টারটি শ্রী কেদারনাথ ধাম থেকে যাত্রা শুরু করেছিল। গন্তব্য ছিল গুপ্তকাশি।

এসডিআরএফের তথ্যমতে, বৈরী আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জাতীয় জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীও এসডিআরএফের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। তারা জানিয়েছে, হেলিকপ্টারটি একটি দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে উদ্ধারকাজ বিলম্ব হচ্ছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুশকর সিংহ ধামি। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ‘রুদ্রপ্রয়াগে যে দুর্ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। রাজ্য জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী, জাতীয় জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধার দল একযোগে কাজ করছে। হেলিকপ্টার আরোহীদের সুরক্ষা প্রার্থনা করছি।’

গৌরীকুণ্ডে হেলিকপ্টার নিখোঁজ হওয়ার খবর ছড়ানোর পর, উত্তরাখণ্ডের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইন ও শৃঙ্খলা) ড. ভি. মুরুগেশন নিশ্চিত করেন, নিখোঁজ হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়েছে।

গত বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদে ২৪২ যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়া এয়ারলাইনের এআই ১৭১ ফ্লাইট। উড়োজাহাজটি একটি আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হওয়ায় হতাহত বেশি হয়েছে। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, ওই দুর্ঘটনায় নিহত হয়েছে ২৭৯ জন। এ দুর্ঘটনার তিন দিনের মাথায় ঘটল এই হেলিকপ্টার দুর্ঘটনা।

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার