হোম > বিশ্ব > ভারত

ভারতে নিষিদ্ধ ইমরান খান ও বিলাওয়াল ভুট্টোর এক্স অ্যাকাউন্ট

আজকের পত্রিকা ডেস্ক­

ইমরান খান ও বিলওয়াল ভুট্টো। ছবি: সংগৃহীত

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক মন্ত্রী বিলাওয়াল ভুট্টোর এক্স অ্যাকাউন্ট ব্লক করল ভারত।

চলতি সপ্তাহের শুরুতে, সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে, ভারত সরকার হানিয়া আমির, মাহিরা খান এবং আলি জাফরের মতো বেশ কয়েকজন পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে। তাঁদের অ্যাকাউন্টগুলোতে স্বয়ংক্রিয় বার্তা প্রদর্শিত হয়, যেখানে লেখা থাকে, ‘আইনি অনুরোধ মেনে এই কনটেন্ট ভারতে প্রদর্শনে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।’

এর আগে, ভারত ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করে। নিষিদ্ধ চ্যানেলের মধ্যে দ্য ডন পত্রিকাসহ বেশ কয়েকটি পাকিস্তানি সংবাদমাধ্যমও রয়েছে। গত শুক্রবার, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেলও ভারতে ব্লক করা হয়।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এর প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত, ভারতীয় বন্দরে পাকিস্তানি জাহাজ নিষিদ্ধ করা এবং কূটনৈতিক সম্পর্ক কমানো অন্যতম।

পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিত, ভারতীয় এয়ারলাইনগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ করাসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

পাকিস্তান দাবি করছে, ভারত শিগগিরই হামলা চালাতে পারে। সে অনুযায়ী তারা প্রস্তুতিও নিচ্ছে। অবশ্য পেহেলগাম হামলার ‘নিরপেক্ষ’ তদন্তেরও আহ্বান জানিয়েছে পাকিস্তান।

পেহেলগামে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো বলেছিলেন, ভারত পানি বন্ধ করলে সিন্ধু নদে রক্ত বইবে। তিনি বলেছিলেন, ‘সিন্ধু পানি চুক্তি অনুসারে, ভারত স্বীকার করেছে যে সিন্ধু পাকিস্তানের। আমি সিন্ধু নদের পাশে দাঁড়িয়ে ভারতকে বলতে চাই, সিন্ধু আমাদের এবং সিন্ধু আমাদেরই থাকবে, এই সিন্ধুতে পানি প্রবাহিত হবে, নয়তো তাদের রক্ত।’

ইমরান খান পেহেলগাম সন্ত্রাসী হামলাকে ‘গভীরভাবে উদ্বেগজনক এবং মর্মান্তিক’ বলে বর্ণনা করেছেন। তবে ভারতকে দায়িত্বশীলভাবে কাজ করার জন্য সতর্ক করেছেন তিনি। তিনি বলেন, ‘শান্তি আমাদের অগ্রাধিকার, তবে এটিকে কাপুরুষতা ভাবা উচিত নয়। ২০১৯ সালে আমার সরকার যেমন ছিল, তেমনি এখনো পুরো জাতির সমর্থনে, যেকোনো ভারতীয় বাড়াবাড়ির উপযুক্ত জবাব দেওয়ার সক্ষমতা পাকিস্তানের আছে। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের গুরুত্বের ওপর আমি সর্বদা জোর দিয়েছি।’

উল্লেখ্য, একাধিক মামলায় ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। সেখান থেকেই এই বিবৃতি দিয়েছেন তিনি।

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক