হোম > বিশ্ব > ভারত

উত্তর প্রদেশে জিততে প্রতিশ্রুতির ফুলঝুরি

কলকাতা প্রতিনিধি

ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে জিততে নানান প্রতিশ্রুতি দিচ্ছে দলগুলো। প্রতি মাসে মাথা পিছু এক কেজি করে ঘি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সমাজবাদী পার্টি (সপা)।

বিজেপি নেতা অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছেন, বিজেপি জিতলে আসন্ন হোলি উৎসবে প্রতিটি পরিবার পাবে একটি করে রান্নার গ্যাসের সিলিন্ডার। এছাড়া কৃষকদের ইলেকট্রিক বিল দিতে হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 

অখিলেশ প্রতিশ্রুতি দিয়েছেন, ঘরে ঘরে বিনা মূল্যে রেশন দেবে সরকার। বছরে দুটি রান্নার গ্যাস দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। 

উল্লেখ্য, উত্তর প্রদেশে বিধানসভা ভোট শুরু হয়ে গেছে। সাত দফায় ভোট হবে। এরই মধ্যে প্রথম দু’দফায় ১১৩টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। বাকি ২৯০ আসনের ভোট হবে পরবর্তী পাঁচ দফায়। ভোট শেষ হবে আগামী ৭ মার্চ। ভোট গণনা ১০ মার্চ। বিভিন্ন জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। 

সমাজবাদী পার্টি (সপা) বিজেপির বিরুদ্ধে দুঃশাসনের অভিযোগ তুলেছে। আর বিজেপির অভিযোগ, সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের আমলে উত্তর প্রদেশের অবস্থা পাকিস্তানের থেকেও খারাপ ছিল। ভোটের ময়দানে রয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদরাও। তাঁর প্রচার নারীর ক্ষমতায়ন নিয়েই বেশি। তবে কোভিডের কারণে বেশির ভাগ প্রচারই হচ্ছে ভার্চুয়াল। আগামী রোববার উত্তর প্রদেশে তৃতীয় দফায় ৫৯টি কেন্দ্রে ভোট হবে। 

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই

পাকিস্তান আর গণতন্ত্র একসঙ্গে যায় না—ইমরান খানকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র

বঙ্কিমের ‘বন্দে মাতরম’ নিয়ে লোকসভায় কংগ্রেসকে মোদির তীব্র আক্রমণ

কাজের চাপে মাঠকর্মীদের মৃত্যুতে ভ্রুক্ষেপ নেই ভারতীয় নির্বাচন কমিশনের

ভারতে ডোনাল্ড ট্রাম্পের নামে সড়ক হচ্ছে, খেপেছে বিজেপি