হোম > বিশ্ব > ভারত

ইন্দিরা ও রাজীব গান্ধী হত্যাকাণ্ডকে ‘দুর্ঘটনা’ বললেন বিজেপি মন্ত্রী

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী হত্যাকাণ্ড আদতে ‘দুর্ঘটনা’ ছিল বলে মন্তব্য করেছেন উত্তরাখন্ডের বিজেপি দলীয় মন্ত্রী গণেশ জোশি। গতকাল মঙ্গলবার মন্ত্রী বলেন, শহীদ হওয়া গান্ধী পরিবারের একচেটিয়া অধিকার নয়।  

জোশি উত্তরাখন্ডের কৃষি, কৃষক কল্যাণ, পল্লি উন্নয়ন ও সেনা কল্যাণবিষয়ক মন্ত্রী। তিনি বলেন, ‘আমি রাহুল গান্ধীর বুদ্ধিমত্তার জন্য করুণা করি। শহীদ হওয়া গান্ধী পরিবারের একচেটিয়া অধিকার নয়। গান্ধী পরিবারের সদস্যদের সঙ্গে যা ঘটেছিল, তা ছিল দুর্ঘটনা। দুর্ঘটনা ও শাহাদাতের মধ্যে পার্থক্য রয়েছে।’ 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গত সোমবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরে ‘ভারত জোড়ো যাত্রা’ পদযাত্রা কর্মসূচির সমাপনীতে রাহুল গান্ধীর একটি বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জোশি। এ ছাড়া জম্মু-কাশ্মীরে রাহুল গান্ধীর পদযাত্রা সুষ্ঠুভাবে শেষ হওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃতিত্ব দেন উত্তরাখন্ডের বিজেপির এই মন্ত্রী।

শ্রীনগরে ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে, দাদি ইন্দিরা গান্ধী ও বাবা রাজীব গান্ধী নিহত হওয়ার তথ্য ফোনে জানার সময়ের কথা স্মরণ করেন রাহুল। কংগ্রেসের এই নেতা বলেন, ‘সহিংসতার উসকানিদাতা কখনোই এই এই ব্যথা বুঝতে পারবেন না। যেমন মোদিজি, অমিত শাহ, বিজেপি, আরএসএস—এ ব্যথা কখনোই বুঝবে না। এই ব্যথা যে কী, তা একজন সেনাসদস্যের পরিবার বুঝবে, পুলওয়ামায় নিহত সিআরপিএফ কর্মীর পরিবার বুঝবে, আর বুঝবে কাশ্মীরিরা।’  

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক