হোম > বিশ্ব > ভারত

‘মোদিকে হত্যার জন্য প্রস্তুত হন’: বিতর্কিত মন্তব্য করে গ্রেপ্তার কংগ্রেস নেতা 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হত্যার’ আহ্বান জানানোয় মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা রাজা পাতেরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজ্যের হাতা শহরে নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে পাতেরিয়ার মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে পুলিশি মামলার নির্দেশ দেয় মধ্যপ্রদেশ রাজ্য সরকার। সোমবার বিকেলে রাজ্যের পান্না জেলার পাওয়াই থানায় রাজা পাতেরিয়ার বিরুদ্ধে মামলা করা হয়।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, মোদিকে নিয়ে রাজা পাতেরিয়ার একটি মন্তব্য অনলাইনে ভাইরাল হয়। ভাইরাল ওই ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হত্যায় প্রস্তুত হতে’ আহ্বান জানান পাতেরিয়া। সমবেত দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘মোদি নির্বাচনী ব্যবস্থাকে শেষ করছেন। ধর্ম, বর্ণপ্রথা, ভাষার ভিত্তিতে দেশের মানুষকে বিভক্ত করবেন। দলিত, আদিবাসী, সংখ্যালঘুরা ভয়ানক বিপদে। যদি সংবিধানকে রক্ষা করতে চান, তাহলে মোদিকে হত্যায় প্রস্তুত হন।’

কংগ্রেস নেতার এই আক্রমণাত্মক আহ্বানের ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। পাতেরিয়াকে গ্রেপ্তারের দাবি জানান বিজেপির অনেক নেতা।

সমালোচনার মুখে আরেকটি ভিডিও বার্তায় পাতেরিয়া নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন। পাতেরিয়া বলেন, ‘হত্যা’ বলতে পরাজয় বুঝিয়েছেন তিনি। কংগ্রেসের এই নেতা আরও দাবি করেন, তিনি মহাত্মা গান্ধীর অহিংস নীতি অনুসরণ করেন। সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার জন্য নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরাজিত করার আহ্বান জানাতে চেয়েছেন তিনি।

এদিকে রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো যাত্রা’র মধ্যে রাজা পাতেরিয়ার এমন বক্তব্যে চাপের মুখে পড়েছে কংগ্রেস। পাতেরিয়ার বক্তব্যের নিন্দা জানানোর পাশাপাশি রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, যারা ‘ভারত জোড়ো যাত্রা’ করছে, তাদের ‘আসল চেহারা’ বেরিয়ে আসছে।

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার