হোম > বিশ্ব > ভারত

বিক্ষোভের মুখে ইন্টারনেট বন্ধ এবার ভারতীয় শহরে

সম্প্রতি দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানি জেলার বাদলাপুর। আজ বুধবারও সেখানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বাদলাপুরের ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে, দুই কিন্ডারগার্টেন শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে চলমান বিক্ষোভে ব্যাপক সহিংসতা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৭২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তা। 

মঙ্গলবার বিক্ষোভ চলার সময় বাদলাপুরের রেল স্টেশন ও অন্যান্য অংশে পাথর নিক্ষেপের ঘটনায় কমপক্ষে ১৭ জন সিটি পুলিশ সদস্য এবং অন্তত ৮ জন রেল পুলিশ আহত হয়েছেন। 

আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য বাদলাপুরজুড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ বুধবার শহরের পরিস্থিতি থমথমে অবস্থায় আছে। 

মঙ্গলবার হাজার হাজার বিক্ষোভকারী স্টেশন অবরোধ এবং একটি স্কুল ভবনে হামলা করলে পুরো বদলাপুর কার্যত স্থবির হয়ে পড়ে। যে স্কুল ভবনে হামলা করা হয় সেখানেই গত সপ্তাহে ২ শিশুকে যৌন নির্যাতন করেছেন ওই স্কুলেরই ঝাড়ুদার—এমন অভিযোগ রয়েছে। 

বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ঢিল ছুড়ে এবং স্কুল ভবন ভাঙচুর করে। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এবং ট্রেন চলাচলের জন্য ট্র্যাক পরিষ্কার করতে লাঠি চার্জ করে পুলিশ। পাশাপাশি ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

কিন্ডারগার্টেনের দুই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গত ১৭ আগস্ট পুলিশ ওই স্কুলের এক পরিচারিকাকে গ্রেপ্তার করে। ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুলের অধ্যক্ষ, এক শিক্ষক ও এক পরিচারিকাকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি–খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়