হোম > বিশ্ব > ভারত

সজোরে বাইক চালিয়ে ঢুকে পড়া বাংলাদেশির খোঁজে আসামে তোলপাড়

এক বাংলাদেশির খোঁজে চার দিন ধরে চিরুনি অভিযান চলছে ভারতের আসামে। গত ২৯ জুন ঈদুল আজহার দিনে বিজিবি ও বিএসএফের নির্দেশ অমান্য করে বাংলাদেশ থেকে মোটরসাইকেল চালিয়ে ভারতীয় সীমান্তে ঢুকে পড়েছিলেন ওই যুবক।

আজ সোমবার আসামভিত্তিক গণমাধ্যম নর্থইস্ট-লাইভ এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

খবরে বলা হয়, সিলেটের বিয়ানীবাজারের শেওলা-সুতারকান্দি স্থলবন্দর হয়ে ওই বাংলাদেশি সজোরে বাইক চালিয়ে ভারতের করিমগঞ্জ জেলায় প্রবেশ করেন। বন্দরের প্রবেশপথে বাংলাদেশ অংশে বিজিবি এবং ভারতের অংশে বিএসএফের কড়া নিরাপত্তাব্যবস্থা থাকলেও ওই যুবক এসব কোনো কিছুরই তোয়াক্কা করেননি।

এ ঘটনার জের ধরে সতর্ক অবস্থান নেয় করিমগঞ্জ থানা-পুলিশ। ওই বাংলাদেশির খোঁজে তারা চিরুনি অভিযান শুরু করে।

প্রাথমিক অভিযানে পুলিশ ওই বাইক ও একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করলেও যুবকের কোনো হদিস পায়নি। পুলিশ জানায়, করিমগঞ্জ শহরের মাঝামাঝি এলাকায় মদনমোহন রোডে একটি দোকানের সামনে বাইকটি পার্ক করেছিলেন অভিযুক্ত যুবক। সেখানকার সিসি ক্যামেরায় বিষয়টি ধরা পড়লে তৎপর হয় পুলিশ এবং অভিযান চালিয়ে বাইকটিকে জব্দ করে তারা। বাইকটিতে বাংলাদেশের সিলেটের একটি নম্বর প্লেট সংযুক্ত আছে বলেও জানায় পুলিশ। এ ছাড়া শহরের মহারাজা হোটেলের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা ব্যাগটির মধ্যে পাওয়া গেছে একটি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, একটি প্রেসক্রিপশন, একটি মেডিকেল রিপোর্ট এবং বাংলাদেশি মোড়কের ভেতর কিছু পাউরুটি।

জানা গেছে, বিষয়টি নিয়ে এরই মধ্যে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পতাকা বৈঠক করেছে আসাম রাজ্যের করিমগঞ্জ থানা-পুলিশ ও বিএসএফ।

দুই দেশের নিরাপত্তা চৌকি ভেঙে যুবকের বাইক নিয়ে ভারতে প্রবেশের ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। 

উল্লেখ্য, এ ধরনের বিপরীত ঘটনাও অতীতে দেখা গেছে। সে সময় বিএসএফ ও বিজিবিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দুটি বিলাসবহুল পাজেরো বাংলাদেশে ঢুকে পড়েছিল। দীর্ঘদিন পর ওই পজেরোগুলোকে সিলেট শহর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি