হোম > বিশ্ব > ভারত

পাকিস্তান এবং ভারতের কিছু অংশে ঈদ বুধবার

পাকিস্তান, ভারতের কেরালা, লাদাখ ও জম্মু-কাশ্মীরের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে এসব এলাকায় আগামী বুধবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। তবে লক্ষ্ণৌ, দিল্লি, বেঙ্গালুরুসহ ভারতের বাকি অংশে চাঁদ দেখা যায়নি। ফলে এসব এলাকায় রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে, ঈদ উদ্‌যাপিত হবে বৃহস্পতিবার।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ এবং অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশজুড়ে মুসলমানেরা আজ মঙ্গলবার শাওয়ালের চাঁদ দেখার অপেক্ষায় ছিলেন। এর মধ্যে বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়নি। আর অস্ট্রেলিয়া বুধবার ঈদুল ফিতর উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আগামীকাল বুধবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের চাঁদপুরসহ কয়েকটি জায়গায় ঈদ উদ্‌যাপন করা হবে।

সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এবার রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের এক দিন পরে। বাংলাদেশে ঈদ কবে হবে, সেটি ধারণা করা গেছে। কারণ, গতকাল সোমবার সৌদি আরবের আকাশেও চাঁদ দেখা যায়নি। দেশটিতে আজ রমজানের ৩০ দিন পূর্ণ হয়েছে। 

সেই অনুযায়ী আগামীকাল বুধবার সৌদি আরবে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মুসলিমদের সংযমের মাস হিসেবে চিহ্নিত রমজানের সমাপ্তি ঘটে। এ হিসাবে আজ চাঁদ দেখা না যাওয়ায় এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামীকাল শুরু হবে শাওয়াল মাস। আর শাওয়ালের প্রথম দিনই ঈদুল ফিতর উদ্‌যাপন করে মুসলিম সম্প্রদায়।

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার