হোম > বিশ্ব > ভারত

কাশ্মীরে হামলায় নিহতদের মধ্যে ছিলেন এক গোয়েন্দা কর্মকর্তা

আজকের পত্রিকা ডেস্ক­

গোয়েন্দা কর্মকর্তা মণীশ রঞ্জন। ছবি: আইএএনএস

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে গতকাল মঙ্গলবার পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় নিহতদের মধ্যে একজন গোয়েন্দা কর্মকর্তাও রয়েছেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নিহত মণীশ রঞ্জন বিহারের বাসিন্দা এবং হায়দরাবাদের ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) কর্মকর্তা। তিনি তাঁর স্ত্রী ও সন্তানদের সামনেই গুলিবিদ্ধ হয়ে মারা যান।

আইবির এই কর্মকর্তা লিভ ট্রাভেল কনসেশনের (এলটিসি) অধীনে পরিবারের সঙ্গে কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন। অন্য বহু পর্যটকের সঙ্গে তাঁরা পহেলগামের বাইসারান উপত্যকায় (‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত) ছিলেন। ওই সময় অস্ত্রধারীরা তাঁদের ওপর হামলা করে।

মণীশ রঞ্জন আইবির হায়দরাবাদ কার্যালয়ের মিনিস্টেরিয়াল বিভাগে কর্মরত ছিলেন।

গতকাল পহেলগামে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অসংখ্য। হিমালয়ের মনোরম শহর পহেলগাম ‘মিনি সুইজারল্যান্ড’ হিসেবে খ্যাত। হামলায় আহতদের উদ্ধারে সেনাবাহিনীর হেলিকপ্টার পাঠানো হয়েছে। কারণ, এই এলাকায় কেবল হেঁটে বা ঘোড়ায় চড়ে পৌঁছানো সম্ভব।

ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন উপত্যকায় পর্যটনের মৌসুম চলছে এবং দেশের বিভিন্ন প্রান্তে অমরনাথ যাত্রার জন্য নিবন্ধন শুরু হয়েছে। দুটি রুটে ৩৮ দিনব্যাপী এই তীর্থযাত্রা শুরু হবে ৩ জুলাই থেকে। এর মধ্যে একটি রুট হলো ৪৮ কিমি দীর্ঘ পহেলগাম রুট এবং তুলনামূলকভাবে ছোট ও খাড়া ১৪ কিলোমিটার বলতাল রুট।

আরও খবর পড়ুন:

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার