হোম > বিশ্ব > ভারত

কলকাতা পৌরসভার নির্বাচনে তৃণমূলের বড় জয়

কলকাতা প্রতিনিধি

কলকাতা পৌরসভার নির্বাচনে পৌর করপোরেশনের ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১৩৪টিই শাসক দল তৃণমূলের দখলে রয়েছে। ৭২ শতাংশ ভোট পেয়েছে দলটি। বিজেপি জিতেছে তিনটিতে, সিপিএম জিতেছে দুটিতে, দুটিতে কংগ্রেস এবং তিনটিতে জয় পেয়েছে অন্যান্য দলের প্রার্থীরা।

বিজেপি অবশ্য নির্বাচনে ভরাডুবির জন্য শাসক দল তৃণমূলের সন্ত্রাস আর জাল ভোটকে দায়ী করেছে। বিজেপির অভিযোগ, গণতন্ত্রকে হত্যা করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে তৃণমূল। 

ভোট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘বিজেপি ভোকাট্টা বাই দ্য পিপল, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল। আর বিজেপি, সিপিএমের মাঝে স্যান্ডউইচ কংগ্রেস।’ 

মমতা ব্যানার্জি আরও বলেছেন, ‘গণ উৎসবে গণতন্ত্রের জয় হয়েছে। আগামী দিনেও কলকাতা সারা দেশকে পথ দেখাবে।’ 

কলকাতার সাবেক মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপিকে উদ্দেশ্য করে বলেছেন, মাত্র ছয় মাস আগে বিধানসভা নির্বাচনেও কলকাতা ও তার আশপাশের একটি বিধানসভাতেও জিততে পারেনি বিজেপি। হার নিশ্চিত বুঝেই তাঁরা কলকাতাবাসীর বদনাম করছে। 

তৃণমূলের ত্রিপুরা পর্যবেক্ষক রাজীব ব্যানার্জির মতে, শুধু কলকাতায় নয়, গোটা দেশ থেকেই বিজেপির বিদায়ের সময় হয়ে গেছে। তৃণমূলের নেতৃত্বে সেই কাজই শুরু হয়েছে। তবে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর মতে, বিজেপির সঙ্গে তৃণমূলের লোক দেখানো লড়াই চলছে। কংগ্রেসকে দুর্বল করে বিজেপির হাত শক্ত করতে চাইছে তৃণমূল। 

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার নতুন মেয়রের নাম ঘোষণা করা হবে। তবে তৃণমূল সূত্রের খবর, মেয়র পদের দৌড়ে ফিরহাদ হাকিমই এগিয়ে রয়েছেন। 

উল্লেখ্য, গত রোববার কলকাতা পৌর করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হয়।        

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের