হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশের জলপথ সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিএসএফ, বসাচ্ছে ভাসমান চৌকি

ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের ভাসমান চৌকি। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নজরদারি বাড়িয়েছে ভারত। বিশেষ করে জলপথে নজরদারির ওপর জোর দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। সুন্দরবনসহ পূর্বাঞ্চলীয় জলপথকে সুরক্ষিত রাখতে নতুন ভাসমান চৌকি স্থাপন করছে তাঁরা।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের ৪ হাজার কিলোমিটার জলপথ সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। সূত্রমতে, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) পূর্বাঞ্চলীয় কমান্ডের আওতাধীন সমস্ত নদীতে এবং সুন্দরবনে নতুন ভাসমান বর্ডার চৌকি বসিয়েছে।

ব্রহ্মপুত্র, গঙ্গা এবং সুন্দরবনজুড়ে বিস্তীর্ণ জলপথে ৫৩ টিরও বেশি আন্তসীমান্ত নদী ও খাল রয়েছে।

বিএসএফের একজন কর্মকর্তা নিউজ ১৮-কে জানিয়েছেন, ‘জলপথ সব সময় ঝুঁকিপূর্ণ। আমরা ২৪ ঘণ্টা এই এলাকাগুলোতে টহল দিচ্ছি। নতুন ভাসমান চৌকি নিঃসন্দেহে আমাদের সক্ষমতা বাড়াবে। এটি সময়ের দাবি।’

দেশটির নিরাপত্তা বিশেষজ্ঞরাও বলছেন, সব দিক থেকে নজরদারি এখন জরুরি।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১০ দিনে পশ্চিমবঙ্গ থেকে তিনজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মুর্শিদাবাদে আমানুল্লাহ বাংলা টিমের দুজন স্লিপার সেলের সদস্য এবং দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে তেহরিক-উল-মুজাহিদিনের জাভেদ মুনশি।

নিউজ ১৮-কে সূত্র জানিয়েছে, ‘পূর্বাঞ্চলীয় কমান্ডের আওতাধীন নদীগুলো অনেক বড় এবং এগুলো সুরক্ষিত রাখা নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্দরবনে নতুন চৌকিস্থাপন করা হয়েছে এবং অন্য এলাকায়ও তা বাড়ানো হবে।’

বিশেষজ্ঞরা মনে করেন, ১৯৭০ সালের আগে পাকিস্তানি জঙ্গিরা জলপথ ব্যবহার করে পশ্চিমবঙ্গ হয়ে জম্মু ও কাশ্মীরে প্রবেশ করত। বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন আবারও এই প্রবণতাকে উৎসাহিত করতে পারে।

ভারতের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) সূত্র জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে গ্রেপ্তার হওয়া জাভেদ জলপথ ব্যবহার করে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

সূত্র আরও জানিয়েছে, জাভেদ ভারতে এসেছে জলপথের কার্যকারিতা খতিয়ে দেখতে। কেরালা থেকে গ্রেপ্তার আমানুল্লাহ বাংলা টিমের সাদ রাদিও মুর্শিদাবাদ হয়ে একাধিকবার ভারতে প্রবেশ করেছিলেন। এটি স্পষ্ট যে জঙ্গিরা এখন জলপথকেই বেছে নিচ্ছে।

শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের মতে, বাংলাদেশ বর্তমানে জঙ্গি কার্যকলাপের জন্য একটি নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে, ফলে জলপথে নিরাপত্তা বৃদ্ধি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার