হোম > বিশ্ব > ভারত

৮ বছর আগে নিখোঁজ তরুণীর সন্ধান দিলেন ভারত-বাংলাদেশের হ্যাম রেডিও অপারেটররা

আজকের পত্রিকা ডেস্ক­

উদ্ধার ভারতীয় তরুণী সারমা খাতুন। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা থেকে প্রায় আট বছর আগে নিখোঁজ হওয়া এক তরুণীকে বাংলাদেশে খুঁজে পেয়েছেন ভারত ও বাংলাদেশের একদল হ্যাম রেডিও অপারেটর। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোলাবাড়ী রেলস্টেশনে গত ৯ জুলাই স্থানীয় এক স্বেচ্ছাসেবী ও হ্যাম রেডিও অপারেটর মোহাম্মদ আব্দুল গনি ফিতু প্রথম ওই তরুণীকে দেখতে পান।

তিনি বলেন, ‘মেয়েটির পরনে ছেঁড়া জামাকাপড়, শরীরে অসুস্থতার লক্ষণ ছিল। আমি স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে খাওয়াই এবং প্রাথমিক চিকিৎসা দিই। পরে তিনি তাঁর নাম বলেন—সারমা খাতুন (২৮)। ভারতের একটি ঠিকানাও দেন। তখন আমি অবাক হই এবং ভারতে আমার পরিচিত হ্যাম রেডিও অপারেটরদের সঙ্গে যোগাযোগ করি।’

এরপর আব্দুল গনি যোগাযোগ করেন পশ্চিমবঙ্গ অ্যামেচার রেডিও ক্লাবের সেক্রেটারি আম্বরীশ নাগ বিশ্বাসের সঙ্গে। আম্বরীশ নাগ বলেন, ‘গনি আমাকে মেয়েটির ছবি পাঠায়, এরপর আমরা ইসলামপুরের হ্যাম অপারেটর সঞ্জীব শর্মার মাধ্যমে স্থানীয় এক পঞ্চায়েত সদস্যের সহায়তায় মেয়েটির পরিবারকে শনাক্ত করি। ১০ জুলাই আমরা জানতে পারি, মেয়েটির বাবা শুকুর আলী এবং মা রোহিদা বিবি উত্তর দিনাজপুর জেলার চোপড়ার গোলাবাড়ী গ্রামের বাসিন্দা।’

পরে হ্যাম রেডিও অপারেটররা ভিডিও কলে সারমা খাতুনের সঙ্গে তাঁর পরিবারের যোগাযোগ করিয়ে দেন। মেয়েকে দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর মা রোহিদা বিবি। তিনি বলেন, ‘আমরা ধরেই নিয়েছিলাম, মেয়ে আর নেই। আট বছর নিখোঁজ থাকার পর যখন ওকে ফোনে দেখলাম, কথা বললাম, তখন যেন বিশ্বাসই হচ্ছিল না! এখন শুধু চাই, ও যেন নিরাপদে দেশে ফিরে আসে। আমরা পঞ্চায়েতের সহায়তায় পুলিশকে সব জানিয়েছি।’

গোলাবাড়ী গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ জালালউদ্দিন বলেন, ‘সারমা আমাদের গ্রামের মেয়ে। তাকে ফিরিয়ে আনার সব রকম ব্যবস্থা আমরা করব। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের প্রস্তুতি নিচ্ছি। তার পরিবারও পুলিশের শরণাপন্ন হয়েছে।’

এদিকে সারমার সন্ধান পাওয়া মোহাম্মদ গনি বলেন, ‘আমরা স্থানীয় থানা ও প্রশাসনকে ইতিমধ্যে জানিয়েছি এবং মেয়েটির ও তার পরিবারের পরিচয়পত্র জমা দিয়েছি। এখন সে আমাদের আশ্রয়ে আছে, কিন্তু শিগগিরই তাকে বাংলাদেশ সরকারের একটি সরকারি আবাসনে পাঠানো হবে। সেখানে তার মানসিক অবস্থার পরীক্ষা হবে। পরবর্তী ধাপে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন এলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে তাকে ফিরিয়ে দেওয়া হবে। এটাই প্রচলিত প্রক্রিয়া।’

এ বিষয়ে আম্বরীশ নাগ বিশ্বাস বলেন, ‘আমরা ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনকে প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিতভাবে জানিয়েছি। মেয়েটির পরিবারও প্রশাসনের কাছে আবেদন জানাবে।’

উল্লেখ্য, অ্যামেচার রেডিও বা হ্যাম রেডিও হলো এমন একটি শৌখিন যোগাযোগমাধ্যম, যেখানে সরকার অনুমোদিত অপারেটররা দেশের অভ্যন্তরে ও বাইরে বেতার তরঙ্গের মাধ্যমে যোগাযোগ রক্ষা করেন। বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে এই হ্যাম অপারেটররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের হ্যাম রেডিও ক্লাব ‘আইলা’, ‘সুপার সাইক্লোন’, ‘নেপাল ভূমিকম্প’সহ বিভিন্ন দুর্যোগে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছে।

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার