হোম > বিশ্ব > ভারত

বুলডোজার নিয়ে ভারতীয় সুপ্রিম কোর্টের নোটিশ জারি

কলকাতা প্রতিনিধি

বুলডোজার দিয়ে আন্দোলনকারীদের বাড়ি গুড়িয়ে দেওয়া আইন সম্মতভাবে করা হয়েছে কিনা সেটা উত্তর প্রদেশ (ইউপি) সরকারের কাছে জানতে চেয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট। 

আজ বৃহস্পতিবার প্রয়াগরাজে জাভেদ খানের দোতলা বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া নিয়ে সর্বোচ্চ আদালত মন্তব্য করেছেন, ‘উচ্ছেদ অভিযান আইন অনুযায়ী হতে হবে। কিন্তু সেটা প্রতিশোধমূলক হতে পারে না।’ 

সুপ্রিম কোর্ট ইউপি সরকার এবং প্রয়াগরাজ ও কানপুরের পৌর কর্তৃপক্ষকে নোটিশ দিয়ে আগামী মঙ্গলবারের মধ্যে তাঁদের বক্তব্য জানাতে বলেছেন। 

বুলডোজার দিয়ে প্রতিবাদীদের মুখ বন্ধ করার যে কৌশল ইউপিতে বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিয়েছেন তার সমালোচনায় সরব গোটা দেশ। ভারতের সাবেক প্রধান বিচারপতি গোবিন্দ মাথুরও বিনা বিচারে কারও বাড়ি ভেঙে দেওয়ার ঘোর বিরোধী। ইউপির ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। 

জমিয়তে উলামায়ে হিন্দ-এর তরফে করা মামলার শুনানিতে এদিন সুপ্রিম কোর্ট বলেন, ‘সবকিছু সঠিকভাবে হওয়া উচিত। আমরা আশা করি কর্তৃপক্ষ আইন অনুযায়ী কাজ করবে। অপ্রীতিকর কিছু যেন না ঘটে এজন্য নিরাপত্তা নিশ্চিত করুন।’ 

আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। এর আগেই ইউপি সরকার ও স্থানীয় পৌর কর্তৃপক্ষকে জবাব দিতে বলা হয়েছে। 

জমিয়তের তরফে আইনজীবী সিইউ সিং বলেন, ‘কোনও বাড়ি ভাঙার আগে ১৫ থেকে ৪০ দিনের নোটিশ দিতে হয়। ইউপিতে সেটা করা হয়নি।’ 

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত