হোম > বিশ্ব > ভারত

কাশ্মীরে ড্রোন হামলার নেপথ্যে পাকিস্তান, দাবি ভারতীয় সেনার 

ঢাকা: ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বিমানবাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনায় পাকিস্তানকে দুষছেন ভারতীয় সেনা লেফটেন্যান্ট জেনারেল ডি পি পান্ডে। গতকাল বুধবার কাশ্মীর উপত্যকায় মোতায়েন করা ১৫ নম্বর কোরের কমান্ডার পান্ডে এমনটি বলেন। 

পান্ডে বলেন, এমন ড্রোন রাস্তাঘাটে বসে তৈরি করা যায় না। রাষ্ট্রীয় মদদ এবং প্রযুক্তিগত সহায়তা ছাড়া যুদ্ধের উপযোগী ড্রোন বানানো লস্কর-ই-তৈয়েবা বা জৈশ-ই-মহম্মদের মতো জঙ্গিগোষ্ঠীর পক্ষে সম্ভব নয়।

লেফটেন্যান্ট জেনারেল পান্ডের অভিযোগ, শুধু বোমাবাহী ড্রোন বানানোই নয়, সেগুলো নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পাকিস্তানের। 

উল্লেখ্য, গত শনিবার মধ্যরাতে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। ওই ঘটনায় বিমানবাহিনীর দুই সদস্য আহত হন। তার পরই সীমান্ত নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসে মোদি সরকার। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, সীমানা পেরিয়ে বোমাবাহী আধুনিক ড্রোন দুটি এসেছিল জম্মুর আকাশে। কিন্তু নিরাপত্তাবলয় টপকে কীভাবে ড্রোন দুটি সেখানে ঢুকে পড়ল তার সঠিক উত্তর এখনো মেলেনি। ঘটনার দায়িত্ব পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। 

অভিযোগ রয়েছে, গত কয়েক বছর ধরেই ড্রোনের মাধ্যমে পাকিস্তান থেকে জম্মু ও কাশ্মীরে পাঠানো হচ্ছিল অস্ত্রশস্ত্র, মাদক ও জাল টাকা। এবার ড্রোনের মাধ্যমে জঙ্গিরা সরাসরি হামলা শুরু করায় দুশ্চিন্তায় ভারত। জম্মুতে ড্রোন হামলার ঘটনার পর বানিহাল থেকে এক যুবককে চার কেজি বিস্ফোরকসহ গ্রেপ্তার করে দেশটির পুলিশ। ওই যুবক পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্করের সদস্য বলে জানা গেছে। 

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি