হোম > বিশ্ব > ভারত

অপারেশন সিঁদুর: ভারতে ২০০ উড়োজাহাজের উড্ডয়ন বাতিল, বন্ধ ১৮ বিমানবন্দর

কলকাতা সংবাদদাতা

জম্মু-কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দর। ছবি: সংগৃহীত

পাকিস্তানে পরিচালিত ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারতে বেসামরিক বিমান চলাচলে বড় ধাক্কা লেগেছে। নিরাপত্তার স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বাতিল করা হয়েছে অন্তত ২০০টি যাত্রীবাহী ফ্লাইট। ফলে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, আজ বুধবার সারা দিন বন্ধ রাখা হয়েছে শ্রীনগর, লেহ, অমৃতসর ও চণ্ডীগড় বিমানবন্দর। পাশাপাশি জম্মু, পাঠানকোট, যোধপুর, জয়সলমীর, শিমলা, ধর্মশালা, জামনগরসহ মোট ১৮টি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। উত্তর ও পশ্চিম ভারতের এই বিমানবন্দরগুলোর নিরাপত্তার দায়িত্ব এরই মধ্যে ভারতের বিমানবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।

বিশেষ করে, শ্রীনগর বিমানবন্দর এখন সম্পূর্ণরূপে বিমানবাহিনীর নিয়ন্ত্রণে। বেসামরিক ফ্লাইট ওঠানামা পুরোপুরি বন্ধ। এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে শুরু করে আকাশপথের নজরদারি—সব দায়িত্বই নিয়েছে সশস্ত্র বাহিনী। কবে এই পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনো পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি।

এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস জেট, আকাশ এয়ার, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসসহ একাধিক বেসরকারি ও সরকারি বিমান সংস্থা এরই মধ্যে একাধিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। সংস্থাগুলোর তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, তারা যেন ভ্রমণের আগে বিমানবন্দরের সর্বশেষ তথ্য জেনে যাত্রা করেন।

পরিস্থিতির ওপর নজর রাখছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সবকিছু স্বাভাবিক হলে পর্যায়ক্রমে বিমানবন্দরগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছে একাধিক সূত্র।

আরও খবর পড়ুন:

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা