হোম > বিশ্ব > ভারত

অপারেশন সিঁদুর: ভারতে ২০০ উড়োজাহাজের উড্ডয়ন বাতিল, বন্ধ ১৮ বিমানবন্দর

কলকাতা সংবাদদাতা

জম্মু-কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দর। ছবি: সংগৃহীত

পাকিস্তানে পরিচালিত ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারতে বেসামরিক বিমান চলাচলে বড় ধাক্কা লেগেছে। নিরাপত্তার স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বাতিল করা হয়েছে অন্তত ২০০টি যাত্রীবাহী ফ্লাইট। ফলে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, আজ বুধবার সারা দিন বন্ধ রাখা হয়েছে শ্রীনগর, লেহ, অমৃতসর ও চণ্ডীগড় বিমানবন্দর। পাশাপাশি জম্মু, পাঠানকোট, যোধপুর, জয়সলমীর, শিমলা, ধর্মশালা, জামনগরসহ মোট ১৮টি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। উত্তর ও পশ্চিম ভারতের এই বিমানবন্দরগুলোর নিরাপত্তার দায়িত্ব এরই মধ্যে ভারতের বিমানবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।

বিশেষ করে, শ্রীনগর বিমানবন্দর এখন সম্পূর্ণরূপে বিমানবাহিনীর নিয়ন্ত্রণে। বেসামরিক ফ্লাইট ওঠানামা পুরোপুরি বন্ধ। এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে শুরু করে আকাশপথের নজরদারি—সব দায়িত্বই নিয়েছে সশস্ত্র বাহিনী। কবে এই পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনো পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি।

এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস জেট, আকাশ এয়ার, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসসহ একাধিক বেসরকারি ও সরকারি বিমান সংস্থা এরই মধ্যে একাধিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। সংস্থাগুলোর তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, তারা যেন ভ্রমণের আগে বিমানবন্দরের সর্বশেষ তথ্য জেনে যাত্রা করেন।

পরিস্থিতির ওপর নজর রাখছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সবকিছু স্বাভাবিক হলে পর্যায়ক্রমে বিমানবন্দরগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছে একাধিক সূত্র।

আরও খবর পড়ুন:

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা