হোম > বিশ্ব > ভারত

কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে লড়তে পারেন সানিয়া মির্জা 

কলকাতা সংবাদদাতা 

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ময়দানে দেখা যেতে পারে টেনিস তারকা সানিয়া মির্জাকে। দেশটির প্রধান বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিটে নির্বাচনে অংশ নিতে পারেন সানিয়া মির্জা এমন খবর ভাসছে। 

গতকাল বুধবার চার রাজ্যে লোকসভা নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছিলেন কংগ্রেস নেতারা। গোয়া, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ ও ঝাড়খন্ডের বেশ কয়েকটি আসনে প্রার্থী ঘোষণাও করেছে দলটি। এই আবহের মধ্যেই জল্পনা শুরু হয়েছে, সানিয়া মির্জাকে লোকসভা নির্বাচনের টিকিট দেবে কংগ্রেস। হায়দরাবাদের মতো গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভাবা হচ্ছে তাঁর নাম। 

গতকাল রাতে তেলেঙ্গানার বেশ কয়েকটি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে কংগ্রেস। তবে সেই তালিকায় নেই হায়দরাবাদ শহরের নাম। কংগ্রেসের দলীয় সূত্রে খবর, নেতৃত্বের কাছে সানিয়ার নাম প্রস্তাব করেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন। প্রাক্তন এই অধিনায়কের সঙ্গে সানিয়ার ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। 

কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত মোহাম্মদ আজহারউদ্দিন। গত বছর তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন তিনি। তবে সেখানে কংগ্রেস সরকার গড়লেও জিততে পারেননি আজহারউদ্দিন। এই অবস্থায় ভারতের সফলতম নারী টেনিস তারকার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে হায়দরাবাদে বাজিমাত করা যায় কি না, সে নিয়ে ভাবনাচিন্তাও শুরু করেছে কংগ্রেস। 

উল্লেখ্য, ১৯৮৪ সাল থেকে হায়দরাবাদ কেন্দ্রটি রয়েছে ওয়াইসিদের দখলে। বর্তমানে সেখানকার সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। এরই মধ্যে ওই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি আর বিআরএস।

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী