হোম > বিশ্ব > ভারত

বিকল যুদ্ধবিমানটি মেরামতে ভারতে ২৫ সদস্যের ব্রিটিশ প্রকৌশলী দল

আজকের পত্রিকা ডেস্ক­

গত ১৪ জুন থেকে কেরালার তিরুঅনন্তপুরম বিমানবন্দরে পড়ে আছে এফ-৩৫বি ব্রিটিশ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

ভারতের কেরালা রাজ্যের তিরুঅনন্তপুরম বিমানবন্দরে তিন সপ্তাহ ধরে বিকল অবস্থায় পড়ে থাকা রয়্যাল নেভির এফ-৩৫বি স্টিলথ ফাইটার জেটটি অবশেষে হ্যাঙ্গারে টেনে নেওয়া হয়েছে। এই পুরোটা সময় ব্রিটিশ প্রকৌশলীরা জেটটির ত্রুটি মেরামতের চেষ্টা করছিলেন বলেও জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রকৌশলীরা বিমানটিকে একটি সি-১৭ গ্লোবমাস্টার সামরিক পরিবহনে দেশে ফিরিয়ে নেওয়ার কথা ভাবছেন। ইতিমধ্যে ২৫ সদস্যের আরও একটি প্রকৌশলী দল এয়ারবাস এ-৪০০এম অ্যাটলাস বিমান নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে।

ধারণা করা হচ্ছে, সি-১৭ গ্লোবমাস্টারে করেই রয়্যাল নেভির এফ-৩৫বি স্টিলথ ফাইটার জেটটি যুক্তরাজ্যে ফেরত পাঠানো হবে। তবে প্রকৌশলীরা আগে পরীক্ষা করে দেখবেন, জেটটি স্থানীয়ভাবে মেরামত করা সম্ভব কি না, না হলে এটি পুরোপুরি খুলে কার্গো বিমানের ভেতরে ভরে দেশে ফেরত নিতে হবে।

১১০ মিলিয়ন ডলারের (প্রায় ৮০০ কোটি টাকা) এই এফ-৩৫বি ফাইটার জেটটি বিশ্বের অন্যতম দামি যুদ্ধবিমান। এর আগে ২০১৯ সালের মে মাসে প্রথমবারের মতো একটি এফ-৩৫ বিমানের উইং বা ডানা অপসারণ করে কার্গো বিমানের মাধ্যমে পরিবহন করা হয়েছিল। সে সময় ফ্লোরিডার এগলিন বিমানঘাঁটি থেকে একটি এফ-৩৫ লাইটনিং-২ জেটকে সি-১৭ গ্লোবমাস্টার দিয়ে উড়িয়ে উটাহর হিল বিমানঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। এতে খরচ হয়েছিল প্রায় ২ লাখ ডলার।

সংশ্লিষ্ট বিশ্লেষকেরা বলছেন, উন্নত প্রযুক্তির এই স্টিলথ ফাইটার জেটটি যদি খুলে পরিবহন করা হয় তবে, ব্রিটিশ সামরিক বাহিনীকে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। প্রতিটি পদক্ষেপ নথিভুক্ত এবং যাচাই করা হবে, ডেটা ফাঁসের ঝুঁকি কমাতে প্রতিটি স্ক্রুতেও নিরাপত্তা কোড রাখতে হবে। স্টিলথ প্রযুক্তির কোনো বিমান থেকে যেকোনো তথ্য চুরি হলে যুদ্ধের গোপনীয়তা ফাঁস হতে পারে, যা কূটনৈতিক ও সামরিক পরিণতি ডেকে আনতে পারে।

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের