হোম > বিশ্ব > ভারত

কেজরিওয়ালের ১০০ কোটি রুপি ঘুষ চাওয়ার প্রমাণ আছে, দাবি ইডির

আদালতে জামিন চেয়েও পেলেন না আবগারি মামলায় অভিযুক্ত ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ বুধবার দিল্লির একটি আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে ১০০ কোটি রুপি ঘুষ চাওয়ার অভিযোগ করেছে ভারতের আর্থিক গোয়েন্দা সংস্থা (ইডি)। শুধু তা–ই নয়, সংস্থাটি দাবি করেছে কেজরিওয়াল যে ঘুষ চেয়েছেন—তার প্রমাণও আছে।

ইডির এমন দাবির পরই মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের জামিন আবেদন নাকচ করে দেন রাউস অ্যাভিনিউতে অবস্থিত দিল্লির আদালত। এর ফলে আগামী ৩ জুলাই পর্যন্ত জেলেই থাকতে থাকতে হবে কেজরিওয়ালকে।

আবগারি মামলায় ভারতের লোকসভা নির্বাচনের আগেই গ্রেপ্তার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। পরে অবশ্য ভোটের মাঝেই সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। সাত দফায় ভারতের লোকসভা নির্বাচনের ভোট সম্পন্ন হওয়ার পর ১ জুন তাঁর জামিনের মেয়াদ শেষ হয়। পরে তিনি আবারও আদালতে আত্মসমর্পণ করে কারাগারে ফিরে গিয়েছিলেন।

আজ কেজরিওয়ালের কারাবাসের মেয়াদ শেষ হওয়ার কথা থাকায় জামিন আবেদন করা হয়। কিন্তু আদালতে ইডি দাবি করেছে, আবগারি ইস্যুতে মুখ্যমন্ত্রী যে ১০০ কোটি রুপি ঘুষ চেয়েছিলেন, তা সিবিআই তদন্তে উঠে এসেছে। এমনকি সেই অর্থ কেজরিওয়াল যে নিজ দলের পেছনে খরচ করার পরিকল্পনা করেছিলেন, সেই তথ্যও তদন্তকারীদের হাতে আছে।

এদিকে কেজরিওয়ালের আইনজীবীরা দাবি করেছেন, অর্থ লেনদেনের পক্ষে প্রত্যক্ষ কোনো প্রমাণ দেখাতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যে অভিযোগ করা হয়েছে, সেগুলো এমন ব্যক্তিরা করেছেন, যারা নিজেরাই এই মামলায় অভিযুক্ত।

কেজরিওয়ালের আইনজীবীরা আরও দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে যাঁরা অভিযোগ করেছিলেন, তাঁদের জামিন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ইডির আইনজীবী কেজরিওয়ালের জামিনের আরজির বিরোধিতা করে যুক্তি দেন—অর্থ তছরুপের বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে তদন্ত করে দেখতে হবে যে, এতে দিল্লির মুখ্যমন্ত্রীর কতটা ভূমিকা ছিল। দুই পক্ষের যুক্তি পাল্টা যুক্তি শুনে আদালত কেজরিওয়ালের জেল হেফাজতে থাকার মেয়াদ আরও ১৪ দিন বাড়ানোর নির্দেশ দেন আদালত।

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর