হোম > বিশ্ব > ভারত

সিংহের নাম কেন আকবর আর সীতা রাখা হলো—প্রশ্ন ভারতীয় হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারকে আকবর নামে একটি সিংহ ও সীতা নামে একটি সিংহীর নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। এই দুটি পশুকে সম্প্রতি শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে একই ঘেরে রাখা হলে বিতর্ক সৃষ্টি হয়েছিল। অনেকে আকবরের সঙ্গে সীতার বসবাস মেনে নিতে পারছিলেন না। 

এ বিষয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গে স্থানান্তরিত করা হয়েছিল সীতা নামের সিংহীটিকে। পরে এটিকে আকবর নামের সিংহটির সঙ্গে একই ঘেরে রাখার জেরে বিশ্ব হিন্দু পরিষদ সীতার নাম পরিবর্তনের জন্য আদালতে আবেদন করেছিল। 

হিন্দু পরিষদের ওই আবেদনের ওপর শুনানি করেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। শুনানির একপর্যায়ে একটি মৌখিক নির্দেশে রাজ্য সরকারকে বিতর্ক এড়ানোর জন্য দুটি পশুরই নাম পরিবর্তন বিবেচনা করতে বলা হয়। 

বিচারক সৌগত ভট্টাচার্য এ সময় বলেন, ‘আপনি কি হিন্দু দেবতা, মুসলিম নবী বা খ্রিষ্টান দেবতা বা স্বাধীনতা সংগ্রামী বা নোবেল বিজয়ীর নামে একটি সিংহের নাম রাখবেন? সাধারণত যে কেউ আমাদের দেশের জনগণের দ্বারা শ্রদ্ধেয় বা সম্মানিত হয়?’ 

বিচারক আরও বলেন, ‘এটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কেন সীতা ও আকবরের নামে সিংহের নামকরণ করে অযথা বিতর্ক সৃষ্টি করবেন? এই বিতর্ক এড়ানো উচিত ছিল। শুধু সীতা নয়, আমি সিংহের আকবর নামকরণও সমর্থন করি না। তিনি অত্যন্ত দক্ষ এবং মহৎ একজন মুঘল সম্রাট ছিলেন। অত্যন্ত সফল এবং ধর্মনিরপেক্ষ মুঘল সম্রাট।’ 

আদালতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে প্রতিনিধিত্বকারী অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল (এএজি) বিচারককে জানান, সিংহদের নাম ত্রিপুরায় রাখা হয়েছিল এবং রাজ্য কর্তৃপক্ষ ইতিমধ্যে এদের নাম পরিবর্তনের কথা বিবেচনা করছে।

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ