হোম > বিশ্ব > ভারত

সিংহের নাম কেন আকবর আর সীতা রাখা হলো—প্রশ্ন ভারতীয় হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারকে আকবর নামে একটি সিংহ ও সীতা নামে একটি সিংহীর নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। এই দুটি পশুকে সম্প্রতি শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে একই ঘেরে রাখা হলে বিতর্ক সৃষ্টি হয়েছিল। অনেকে আকবরের সঙ্গে সীতার বসবাস মেনে নিতে পারছিলেন না। 

এ বিষয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গে স্থানান্তরিত করা হয়েছিল সীতা নামের সিংহীটিকে। পরে এটিকে আকবর নামের সিংহটির সঙ্গে একই ঘেরে রাখার জেরে বিশ্ব হিন্দু পরিষদ সীতার নাম পরিবর্তনের জন্য আদালতে আবেদন করেছিল। 

হিন্দু পরিষদের ওই আবেদনের ওপর শুনানি করেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। শুনানির একপর্যায়ে একটি মৌখিক নির্দেশে রাজ্য সরকারকে বিতর্ক এড়ানোর জন্য দুটি পশুরই নাম পরিবর্তন বিবেচনা করতে বলা হয়। 

বিচারক সৌগত ভট্টাচার্য এ সময় বলেন, ‘আপনি কি হিন্দু দেবতা, মুসলিম নবী বা খ্রিষ্টান দেবতা বা স্বাধীনতা সংগ্রামী বা নোবেল বিজয়ীর নামে একটি সিংহের নাম রাখবেন? সাধারণত যে কেউ আমাদের দেশের জনগণের দ্বারা শ্রদ্ধেয় বা সম্মানিত হয়?’ 

বিচারক আরও বলেন, ‘এটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কেন সীতা ও আকবরের নামে সিংহের নামকরণ করে অযথা বিতর্ক সৃষ্টি করবেন? এই বিতর্ক এড়ানো উচিত ছিল। শুধু সীতা নয়, আমি সিংহের আকবর নামকরণও সমর্থন করি না। তিনি অত্যন্ত দক্ষ এবং মহৎ একজন মুঘল সম্রাট ছিলেন। অত্যন্ত সফল এবং ধর্মনিরপেক্ষ মুঘল সম্রাট।’ 

আদালতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে প্রতিনিধিত্বকারী অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল (এএজি) বিচারককে জানান, সিংহদের নাম ত্রিপুরায় রাখা হয়েছিল এবং রাজ্য কর্তৃপক্ষ ইতিমধ্যে এদের নাম পরিবর্তনের কথা বিবেচনা করছে।

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক