হোম > বিশ্ব > ভারত

ভারতে ব্যক্তি স্বাধীনতা হরণের বিষয়ে যা বললেন অমর্ত্য সেন

ভারতে গণমাধ্যমকর্মী, লেখক ও অধিকারকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, বিনা বিচারে বন্দী করে রাখাসহ নানা বিষয়ে মুখ খুলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনসহ বিপুলসংখ্যক লেখক, সাংবাদিক ও সমাজকর্মী। তাঁরা বিনা বিচারে বন্দী করে রাখার বিরুদ্ধে এক যৌথ বিবৃতি দিয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে পৃথক এক বিবৃতিও দিয়েছেন অমর্ত্য সেন। সেই বিবৃতিতে তিনি বলেছেন, ‘ব্রিটিশ শাসনামলে ভারতীয়দের প্রায়ই বিনা বিচারে গ্রেপ্তার করে কারারুদ্ধ করা হতো। অনেককেই দীর্ঘ সময়ের জন্য কারাগারে রাখা হতো...।’ 

নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আরও বলেন, ‘একজন যুবক হিসেবে, সে সময় আমি আশা করেছিলাম যে ঔপনিবেশিক ভারত স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে এই অন্যায় ব্যবস্থা বন্ধ হবে। কিন্তু আফসোস, তা ঘটেনি। অভিযুক্ত ব্যক্তিকে বিনা বিচারে গ্রেপ্তার করে কারাগারে রাখার অসমর্থক প্রথা মুক্ত ও গণতান্ত্রিক ভারতে এখনো অব্যাহত।’ 
 
পৃথক বিবৃতিতে অমর্ত্য সেন ছাড়াও স্বাক্ষর করেছেন লেখক অমিতাভ ঘোষ, প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক ওয়েন্ডি ব্রাউন ও জ্যান ওয়ার্নার-মুলার, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলের জুডিথ বাটলার, কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, শেলডন পোলক, জোনাথন কোল, ক্যারল রোভান ও আকিল বিলগ্রামি।

এ ছাড়া, শিকাগো ইউনিভার্সিটির অধ্যাপক মার্থা সি. নুসবাউম, নিউইয়র্ক ইউনিভার্সিটির স্টিভেন লুকস, ইয়েল ইউনিভার্সিটির ডেভিড ব্রমউইচ, ‘টমাস জেফারসন স্কুল অব ল’-এর অধ্যাপক মার্জোরি কোহেন, হার্ভার্ড ইউনিভার্সিটির জ্যানেট গ্যাতসো, মন্ট্রিল ইউনিভার্সিটির চার্লস টেলর ও জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির ডেভিড শুলম্যান। 

এদিকে, পৃথক এক উদ্যোগে বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা রিপোর্টার্স সানস ফ্রন্টিয়ারস বা আরএসএফ ইউরোপীয় ইউনিয়নকে দিল্লি পুলিশের চার উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানিয়েছে। সংস্থাটি এই চারজনকে সরাসরি বা পরোক্ষভাবে স্বাধীন গণমাধ্যম নিউজক্লিকের সঙ্গে কাজ করা বা সহযোগিতা করা কয়েক ডজন সাংবাদিকের বিরুদ্ধে দমন-পীড়ন চালানোর অভিযোগ এনেছে।

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার