হোম > বিশ্ব > ভারত

কংগ্রেসের বিজ্ঞাপন থেকে বাদ মাওলানা আজাদ, সমালোচনার ঝড়

ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক দল কংগ্রেসের প্রচারণা বিজ্ঞাপন থেকে প্রয়াত মাওলানা আবুল কালাম আজাদের ছবি বাদ পড়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার পর দুঃখ প্রকাশ করা হয়েছে দলের পক্ষ থেকে।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ছত্তিশগড়ের রায়পুরে কংগ্রেসের ৮৫ তম প্লেনারি অধিবেশন উপলক্ষে কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রচারণামূলক বিজ্ঞাপন দেওয়া হয়। সেই বিজ্ঞাপনে রয়েছেন ভারতের সাবেক কংগ্রেস নেতা ও প্রধানমন্ত্রীরা। রয়েছেন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর মতো ব্যক্তিত্ব। এ ছাড়া তালিকায় বর্তমান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, নেত্রী সোনিয়া গান্ধী, নেতা রাহুল গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবিও। কিন্তু বাদ পড়েছে মাওলানা আবুল কালাম আজাদের ছবি।

এরপরই কংগ্রেসের এই বিজ্ঞাপন নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। কংগ্রেসের সমালোচনা করে বিজেপির পক্ষ থেকে সমালোচনা করে বলা হয়, ‘এটা কংগ্রেসের দ্বিচারিতার উদাহরণ। ভোটের স্বার্থেই হয়তো ইচ্ছাকৃত ভুল করেছে কংগ্রেস।’ দলের সাবেক নেতা গুলাম নবি আজাদ কটাক্ষ করে বলেন, কংগ্রেসের এই বিজেপি ঘেঁষা আচরণের জন্য তিনি দল ছাড়তে বাধ্য হয়েছেন।

পরিস্থিতি সামাল দিতে দলের প্রবীণ নেতা জয়রাম রমেশ ক্ষমা চান। তিনি টুইট করে করে জানান, ‘এই ভুল ক্ষমার অযোগ্য। দ্রুত ভুল সংশোধন করে বিজ্ঞাপনটি আবার নতুন করে প্রকাশ করা হবে।’ এমন গাফিলতির জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নাম মাওলানা আবুল কালাম আজাদ। কংগ্রেসের সাবেক এই নেতা ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন।

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার