হোম > বিশ্ব > ভারত

বিবাহিতা পরিচয়ে সরকারি কোষাগার থেকে মাসিক ভাতা নিয়েছেন সানি লিওন!

বলিউড অভিনেত্রী সানি লিওন। ছবি: সংগৃহীত

ভারতের ছত্তিশগড় রাজ্যে এক চমকপ্রদ প্রতারণার গল্প প্রকাশ হয়েছে। যেখানে সরকারের বিবাহিত নারীদের জন্য মাতারি যোজনা প্রকল্প থেকে ভারতীয় চিত্রনায়িকা সানি লিওনের নামে অ্যাকাউন্ট খুলে এক ব্যক্তি প্রতি মাসে ১ হাজার রুপি করে লুটে নিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজেপি সরকারের ‘মাতারি বন্দনা যোজনা’ প্রকল্পের আওতায় ছত্তিশগড়ের বিবাহিত নারীরা প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে ১ হাজার টাকা পান। এখন জানা গেছে, যেসব অ্যাকাউন্টে এই অর্থ জমা হচ্ছিল, তার একটি ছিল সানি লিওনের নামে। কিন্তু সানি লিওনি বাস্তবিক অর্থে সরকারের কাছ কোনো অর্থই নেননি।

অভিযুক্ত ব্যক্তি—যিনি এই অ্যাকাউন্ট খুলে অর্থ আত্মসাৎ করেছেন নাম বীরেন্দ্র জোশি। স্থানীয় কর্তৃপক্ষ জোশির বিরুদ্ধে মামলা দায়ের করে আরও পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রকল্পের যোগ্য উপকারভোগীদের যাচাই করার দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও শনাক্ত করা হচ্ছে।

এই প্রতারণার ঘটনা ছত্তিশগড়ের বস্তার অঞ্চলের তালুর গ্রামের। জেলা কালেক্টর এস হরিশ স্থানীয় নারী ও শিশু উন্নয়ন বিভাগকে এই বিষয়ে গভীর তদন্ত চালাতে এবং ব্যাংক অ্যাকাউন্টটি বাজেয়াপ্ত করে টাকা পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, গণমাধ্যমে খবর প্রকাশের পর তারা এই প্রতারণার বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবছেন

এই ঘটনা রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকার এবং বিরোধী দল কংগ্রেসের মধ্যে তীব্র বাদানুবাদ সৃষ্টি করেছে। রাজ্যের কংগ্রেস প্রধান দীপক বাজি অভিযোগ করেছেন, মাতারি বন্দনা যোজনার ৫০ শতাংশেরও বেশি উপকারভোগী ভুয়া। উপমুখ্যমন্ত্রী অরুণ সাও এর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘কংগ্রেস ব্যথিত। কারণ, রাজ্যের নারীরা এখন প্রতি মাসে সেই সাহায্য পাচ্ছেন, যা কংগ্রেস তাদের আগের মেয়াদে দিতে পারেনি।’

উল্লেখ্য, সানি লিওনের আসল নাম করণজিৎ কৌর ভোরা। তিনি ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় অভিনেত্রী ও মডেল এবং সাবেক পর্ন তারকা। ১৯৮১ সালের ১৩ মে কানাডার অন্টারিওতে এক শিখ পরিবারে লিওন জন্ম। ২০১২ সালে বলিউডে ‘জিসম-২’ সিনেমার মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন তিনি এবং ধীরে ধীরে ভারতের মূলধারার বিনোদন শিল্পে নিজের অবস্থান তৈরি করেন।

বলিউডে লিওন অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে—‘রাগিণী এমএমএস-২ ’, ‘এক পেহেলি লীলা’ এবং ‘মাস্তিজাদে’। টেলিভিশন শোতে বিশেষ করে ‘বিগ বস’ রিয়্যালিটি শোতে অংশগ্রহণের মাধ্যমে তিনি ভারতীয় দর্শকের কাছে পরিচিত হন। এ ছাড়া, তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন।

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন