হোম > বিশ্ব > ইউরোপ

কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে রুশ অর্থনীতি, পুতিনের স্বীকারোক্তি

রাশিয়ার প্রেসিডেন্ট স্বীকার করে নিয়েছেন যে, দেশটির অর্থনীতি ‘কঠিন পরিস্থিতির’ মধ্য দিয়ে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের বেশ কয়েকটি দেশ রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের ‘নিষেধাজ্ঞা’ আরোপ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার এই কথা বলেছেন।

ফরাসি সংবাদমাধ্যম ফ্রেঞ্চ ২৪ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার নিউ কো–অর্ডিনেশন কাউন্সিলের এক বৈঠকে পুতিন এই স্বীকারোক্তি দিয়েছেন। পুতিন বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার পরিচালিত সামরিক অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া আরও দ্রুত করতে হবে।’ আজই এই নতুন কাউন্সিলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। 

এদিক, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ঋষি সুনাক প্রথম ফোনকলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অভয় দিয়েছেন। তিনি বলেছেন, ‘অটল সমর্থন নিয়ে ইউক্রেনের পাশে আছে যুক্তরাজ্য।’ বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কোনো বিদেশি নেতার সঙ্গে এটিই ঋষির প্রথম ফোনকল।

ঋষি সুনাকের কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্টকে ঋষি সুনাক বলেছেন, তাঁর দেশের প্রতি যুক্তরাজ্যের সমর্থন আগের মতোই অব্যাহত থাকবে। জেলেনস্কি নিঃসন্দেহে ব্রিটিশ সরকারের অটুট সংহতি ও সমর্থন পাবেন। সংহতির ক্ষেত্রে তাঁর সরকার ব্রিটেনের ওপর ভরসা রাখতে পারে।’

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন