হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে লেজার অস্ত্র মোতায়েনের দাবি রাশিয়ার 

ইউক্রেনে নতুন ধরনের লেজার অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। দেশটি বলেছে, তারা ইউক্রেন সেনাবাহিনীর ড্রোন পোড়াতে ও দেশটিতে পশ্চিমা অস্ত্রের সরবরাহ রুখতে অস্ত্র ব্যবহার করেছে। তবে রাশিয়ার এই লেজার অস্ত্রকে রসিকতা করে ‘আশ্চর্য অস্ত্র’ বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

২০১৮ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কিছু নতুন ধরনের সমরাস্ত্রে উদ্বোধন করেছিলেন। সেগুলোর মধ্যে ছিল নতুন ধরনের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, নিউক্লিয়ার ড্রোন, সুপারসনিক অস্ত্র এবং লেজার অস্ত্র। তবে রাশিয়ার নতুন এই অস্ত্র সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। তবে, নতুন এই অস্ত্রটির নাম রাখা হয়েছে মধ্যযুগের বিখ্যাত রুশ যোদ্ধা ও ধর্মযাজক আলেক্সান্ডার পেরেভেস্তের নামানুসারে–পেরেভেস্ত।

রাশিয়ার সামরিক উন্নয়ন বিষয়ক উপ–প্রধানমন্ত্রী ইউরি বরিসভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেছেন, এরই মধ্যে পেরেভেস্টকে ইউক্রেনের বেশ কিছু অঞ্চলে মোতায়েন করা হয়েছে। এটি ভূপৃষ্ঠ থেকে ১৫০০ কিলোমিটার উচ্চতার যেকোনো স্যাটেলাইটকে অন্ধ করে দিতে পারে। 

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এই নতুন লেজার অস্ত্র নিয়ে রসিকতা করেছেন। তিনি বলেছেন, রাশিয়ার এই তথাকথিত লেজার অস্ত্র হলো এক ধরনের ব্লাফ। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ'র সময় জার্মান নাৎসি সেনাবাহিনী ব্যবহার করেছিল। সেই সময় নাৎসি বাহিনী তাদের হার ঠেকাতে প্রতিপক্ষের মনোবল ধ্বংসে এই তথ্য ছড়িয়ে দিয়েছিল যে–তারা লেজার অস্ত্র আবিষ্কার করেছে।

রাশিয়া ইউক্রেন সংকট সম্পর্কিত পড়ুন:

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল