হোম > বিশ্ব > ইউরোপ

মার্কিন সাবমেরিনকে রুশ যুদ্ধ জাহাজের ধাওয়া

প্রশান্ত মহাসাগরের কুরিল দ্বীপপুঞ্জের কাছে একটি মার্কিন সাবমেরিনকে ধাওয়া দিয়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। এতে মার্কিন সাবমেরিনটি ওই অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হয়। ইউক্রেন ইস্যুতে চলা উত্তেজনার মধ্যেই গতকাল শনিবার মস্কো এই খবর জানিয়েছে।

তবে এমন খবর অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।  রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, পরিকল্পিত সামরিক মহড়ার সময় মার্শাল শাপোশনিকভ যুদ্ধজাহাজটি উত্তর প্রশান্ত মহাসাগরের কুরিল দ্বীপপুঞ্জের কাছে রাশিয়ার আঞ্চলিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন শনাক্ত করে।

ঘটনার বিস্তারিত না জানিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার যুদ্ধজাহাজের ক্রুরা উপযুক্ত উপায় ব্যবহার করে মার্কিন সাবমেরিনকে ধাওয়া দিলে সেটি দ্রুত সেখান থেকে চলে যায়। 

এই ঘটনায় মস্কোর মার্কিন দূতাবাসের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাকে তলব করা হয়েছে। 

একটি বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ সীমান্তে লঙ্ঘন করে মার্কিন নৌবাহিনীর সাবমেরিন প্রবেশের ঘটনায় মস্কোতে মার্কিন দূতাবাসের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তলব করা হয়েছে। 

এদিকে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, তাদের আঞ্চলিক জলসীমায় আমাদের অভিযানের কোনো  সত্যতা নেই। 

মার্কিন ইন্দো-প্যাসিফিক অঞ্চল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন কাইল রেইনস জানান, তিনি মার্কিন সাবমেরিনের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে মন্তব্য করবেন না। 

তবে তিনি বলেন, আমরা আন্তর্জাতিক জলসীমার সব জায়গায় নিরাপদভাবে কাজ করি। 

কুরিল দ্বীপপুঞ্জ জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরে অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এটি রাশিয়ার দখলে রয়েছে।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন