রাশিয়ার পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার তারা এই দাবি করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত এলাকায় এসব বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে।
ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফ বলেছেন, ‘যৌথ বাহিনীর অভিযানে এলাকায় রাশিয়ার পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে।’