হোম > বিশ্ব > ইউরোপ

মারিউপোলকে মুক্ত ঘোষণা পুতিনের

ইউক্রেনের মারিউপোল শহরকে সফলভাবে মুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই শহরের নিয়ন্ত্রণ নেওয়ায় রুশ সেনাদের প্রশংসা করেছেন তিনি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

মারিউপোল ইউক্রেনের দনবাস অঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর সঙ্গে রাশিয়ার অধিগ্রহণ করা ক্রিমিয়াকে সংযোগকারী একটি শহর। তাই রাশিয়ার কাছে কৌশলগতভাবে শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এএফপির প্রতিবেদনে বলা হয়, মারিউপোল শহর মুক্ত করার খবর পুতিনকে জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। এর পরই রুশ সেনার প্রশংসা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বন্দরনগরীর একটি ইস্পাত কারখানায় ২ হাজারের বেশি ইউক্রেনীয় সৈন্য আটকে পড়ায় সেখানে অভিযানের পরিবর্তে অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি।

পুতিন বলেন, এই শিল্প এলাকা বন্ধ করে দিন, যাতে একটি মাছিও পালাতে না পারে।

মারিউপোল শহরটিতে হাজার হাজার বেসামরিক লোক মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ান সৈন্যরা এক মাসেরও বেশি সময় ধরে এই শহরকে অবরুদ্ধ করে রেখেছিল।

মারিউপোল সম্পর্কিত পড়ুন:

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন