হোম > বিশ্ব > ইউরোপ

মারিউপোলে আটকে থাকা শিশুর আকুতি, ‘আমি সূর্য দেখতে চাই’

ইউক্রেনের বন্দরনগরী মারিউপোল পতনের দাবি করেছে রাশিয়া। তবে মারিউপোলের আজভস্টাল আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্ক নামের চার বর্গমাইলের একটি ইস্পাত কারখানায় ৫০০ আহত সেনা এবং কয়েক শ বেসামরিক নারী-পুরুষ আশ্রয় নিয়ে আছেন বলে জানা গেছে। 

সেখান থেকেই সন্তান নিয়ে আটকে পড়া এক নারী একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, তাঁদের খাবার শেষ হয়ে যাচ্ছে। তিনি তাঁর সন্তানকে নিয়ে বাড়ি ফিরতে চান। 

ভিডিওটি প্রকাশ করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর আধা সামরিক দল আজভ ব্যাটালিয়ন। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, সেটি গত ২১ এপ্রিল ধারণ করা। তবে এই ভিডিও বার্তায় দেওয়া তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। 
 
ভিডিওতে দেখা যায়, আজভস্টাল আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্ক কারখানায় সেনারা বেসামরিক নাগরিকদের খাবার এনে দিচ্ছে। 

এর মধ্যে এক নারী তাঁর শিশুকে জড়িয়ে ধরে বলতে থাকেন, ‘আমরা বাড়ি যেতে চাই।’ 

এদিকে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ জানিয়েছেন, আজভস্টাল আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্ক কারখানায় বিমান হামলা শুরু করেছে রাশিয়া। যদিও রাশিয়া বলছে, তারা এটি দখল নয় বরং অবরুদ্ধ করে রাখবে। 

ওই কারখানায় দুই মাস ধরে আটকে থাকা এক ছেলেশিশুকে বলতে শোনা যায়, ‘আমি সূর্য দেখতে চাই। ইউক্রেনের জয় হোক, কারণ এটি আমাদের ঠিকানা।’ 

ভিডিওটিতে নারীদের আজভস্টাল ডিজাইনের ইউনিফর্ম পরা দেখা গেছে। এই পোশাক রয়টার্স যাচাই করেছে, যা আগের ফাইল ছবির সঙ্গে মিলেছে। 

এক নারী জানান, গত ২৭ ফেব্রুয়ারি থেকে তিনি ওই কারখানায় আটকে আছেন। 

ওই নারী বলেন, ‘আমরা শ্রমিকদের আত্মীয়। কিন্তু আমরা যখন এখানে এসেছিলাম, তখন এটিই সবচেয়ে নিরাপদ জায়গা বলে মনে হয়েছিল।’

রাশিয়ান বাহিনী যুদ্ধের প্রথম দিন থেকে মারিউপোলকে ঘেরাও করে বোমাবর্ষণ করেছে। মারিউপোলের মেয়রের একজন সহযোগী জানিয়েছেন, গতকাল শনিবারও মারিউপোল থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার একটি নতুন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

মারিউপোল সম্পর্কিত পড়ুন:

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল