হোম > বিশ্ব > এশিয়া

দুই ঘণ্টার বেশি অজগর পেঁচিয়ে রাখল নারীকে, অতঃপর...

অজগর মানুষকে আক্রমণের ঘটনা খুব স্বাভাবিক না হলেও একেবারে যে হয় না তা নয়। এবার থাইল্যান্ডের এক নারীকে বিশালাকার সরীসৃপের আক্রমণের খবর পাওয়া গেছে। অজগরটি ওই নারীকে পেঁচিয়ে ফেলে এবং দুই ঘণ্টার বেশি সময় এর কঠিন বাঁধনে আটকে থাকেন তিনি। 

অবশ্য ওই নারীর ভাগ্য ভালোই বলা যাবে, কারণ শেষ পর্যন্ত জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় তাঁকে। অ্যারম নামের ৬৪ বছরের ওই নারী পুলিশের কাছ থেকে সিএনএনের সংগ্রহ করা ভিডিওতে জানান, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে নিজের বাড়িতে থালা-বাসন ধুচ্ছিলেন। এ সময় পায়ে কয়েকটি কামড় অনুভব করেন। ‘সাপটি দ্রুত এগিয়ে এসে আমাকে কামড়ে দেয়।’ বলেন ওই নারী।

তারপর সাপটি ওই বৃদ্ধার শরীর পেঁচিয়ে ধরে এবং একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। অজগরের শক্ত বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্য দুই ঘণ্টা চেষ্টা চালিয়েও তিনি ব্যর্থ হোন বলে জানায় থাই পুলিশ।

নারীটি সাহায্যের জন্য চিৎকার করলেও শুরুতে কেউ শুনতে পায়নি। এরপর এক প্রতিবেশী বিষয়টি টের পান এবং পুলিশের সাহায্য চান।

ব্যাংককের দক্ষিণে অবস্থিত সামুত প্রাকান রাজ্যে এ ঘটনা ঘটে। এখানকার ফ্রা সামুত চেদি পুলিশ স্টেশনের মেজর সার্জেন্ট অ্যানুসন ওয়ংমালি গত বৃহস্পতিবার সিএনএনকে বলেন, ‘আমরা বিস্মিত হয়ে আবিষ্কার করি, আক্রান্ত নারী মাটিতে পড়ে আছেন এবং একটি অজগর তাঁকে পেঁচিয়ে ধরে আছে। সাপটি আকারে ছিল বিশাল।’

পুলিশের ধারণ করা ভিডিওতে অ্যারমকে একটি ছোট ঘরের মেঝেতে বসে থাকতে দেখা যায়, অজগরটি তখনো তার কোমরে জড়িয়ে ছিল। পুলিশ জানায়, ৩০ মিনিটের চেষ্টায় ওই নারীকে মুক্ত করেন উদ্ধারকরীরা। তারপর তাঁকে হাসপাতালে পাঠানো হয়।

অজগরটি এরপর পালিয়ে যায় বলে নিশ্চিত করেছে পুলিশ।

থাই ন্যাশনাল পার্কস সূত্রে জানা যায়, থাইল্যান্ডে ২৫০ প্রজাতির সাপ আছে। এগুলোর মধ্যে অজগরের প্রজাতি তিনটি—রেটিকুলেটেড, বার্মিজ ও ব্লাড পাইথন।

অজগর বিষাক্ত নয়। তবে তারা শিকারকে শ্বাসরোধে হত্যা করে। শিকারের চারপাশে পেঁচিয়ে ধরে জোরে চাপ দেয় এবং একপর্যায়ে গিলে ফেলে।

থাইল্যান্ডের ন্যাশনাল হেলথ সিকিউরিটি অফিসের তথ্য থেকে জানা যায়, দেশটিতে গত বছর বিষধর সাপসহ বিভিন্ন বন্যপ্রাণীর শিকার হয়ে চিকিৎসা নিয়েছে ১২ হাজার মানুষ। এদের মধ্যে সাপের কামড়ে মারা গেছে ২৬ জন।

সাম্প্রতিক সময়ে অ্যারোমের ওপর অজগরের আক্রমণটি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা এমন দ্বিতীয় ঘটনা। গত মাসে বাথরুমে বসে থাকা অবস্থায় এক ব্যক্তির অণ্ডকোষ একটি অজগর কামড়ে দেয়।

স্থানীয় সংবাদমাধ্যমের দেওয়া তথ্য বলছে, একজন নিরাপত্তা প্রহরীকে ডাকার আগে একটি ব্রাশ দিয়ে সাপটিকে আঘাত করে রেহাই পান ওই ব্যক্তি।

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত