শারীরিক অবস্থার উন্নতি হয়েছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের। তবে পরিপূর্ণভাবে সেরে না ওঠায় তাঁকে এখনো হাসপাতালেই চিকিৎসকদের বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে। আজ মঙ্গলবার মাহাথির মোহাম্মদের কন্যা বার্তা সংস্থা রয়টার্সকে এমনটি জানিয়েছেন।
মাহাথিরের কন্যা রয়টার্সকে বলেন, ‘তাঁর বাবা জনসাধারণকে তাঁর (মাহাথির) জন্য উদ্বিগ্ন হতে নিষেধ করেছেন।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৯৬ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর ক্ষুধা বেড়েছে, তিনি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে খুনসুটিও করছেন।
মাহাথিরের কন্যা মারিনা, দেশ ও দেশের বাইরে যারা মাহাথিরের জন্য প্রার্থনা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এর আগে, গত ডিসেম্বরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মাহাথিরকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছিল। পরে জানুয়ারির প্রথম দিকে তাঁকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়।