হোম > বিশ্ব > এশিয়া

ঘরে ফিরেছেন মাহাথির, চিকিৎসা চলছে

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ অবশেষে ঘরে ফিরেছেন। অবশ্য সেখানে তাঁকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হচ্ছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টের মাধ্যমে মাহাথির মোহাম্মদের মুখপাত্র এই নেতার সুস্থতার জন্য শুভকামনা ও প্রার্থনার জন্য জনগণকে ধন্যবাদ জানান। একই সঙ্গে জানান, তাঁকে দেখতে যাওয়ার অনুমতি এখনো দেওয়া হয়নি। 

মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়, গত ১৭ ডিসেম্বর মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন মাহাথির মোহাম্মদ। পরে ক্রমে তাঁর অবস্থার উন্নতি হলে নির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়ে গত ২ ফেব্রুয়ারি তাঁকে নিজের বাসায় থাকার অনুমতি দেন চিকিৎসকেরা। এর পর ফিজিওথেরাপিসহ অন্য চিকিৎসার জন্য তাঁকে আবার হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়। 

জানুয়ারির শুরুতে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে সাবেক এই প্রধানমন্ত্রীর অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসা হয়। চিকিৎসার পর চিকিৎসকেরা ৯৬ বছর বয়সী এই নেতার সুস্বাস্থ্যের বিষয়ে নিশ্চিত করেন। 

মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এর আগেও হার্ট অ্যাটাক করেছেন। করা হয়েছে বাইপাস সার্জারিও। 

মাহাথির মোহাম্মদ ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর প্রধানমন্ত্রী ছিলেন। আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় তাঁকে। সবশেষ ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি প্রধানমন্ত্রী হন। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দুই বছরেরও কম সময়ের মধ্যে তাঁর সরকারের পতন হয়। মালয়েশিয়ার রাজনীতিতে এখনো গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি। 

জাপানকে ঘিরে চীনা-রুশ যুদ্ধবিমানের চক্কর—অভিযোগ টোকিওর

ইন্দোনেশিয়ায় ড্রোন সরবরাহ প্রতিষ্ঠানের কার্যালয়ে আগুন, নিহত ২০

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে নতুন করে ছড়িয়ে পড়েছে সংঘাত, নিহত ৭

৭.৬ মাত্রার ভূমিকম্পে জাপানে আহত ৩০, সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে

অস্ট্রেলিয়ায় তরুণীকে হত্যার পর ৪ বছর ভারতে লুকিয়ে ছিলেন ঘাতক

৭.৬ মাত্রার ভূমিকম্পের পর জাপানে সুনামি সতর্কতা

ভয়াবহ সংঘাতের পর কম্বোডিয়া সীমান্তে থাইল্যান্ডের বিমান হামলা

চীনের বিরুদ্ধে জাপানের গুরুতর নিরাপত্তা অভিযোগ

চীনের বিরুদ্ধে এককাট্টা জাপান ও অস্ট্রেলিয়া

নয়া নিরাপত্তা কৌশল: চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাদ, ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের