আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকে নারীদের ওপর দিনকে দিন কঠোর করা হচ্ছে বিধিনিষেধ। সম্প্রতি তালেবান নির্দেশ জারি করেছে যে এখন থেকে আফগান নারীদের প্রকাশ্য স্থানে মুখ ঢাকতে হবে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, নির্দেশ অনুযায়ী গত রোববার থেকে আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলের নারী উপস্থাপক এবং সাংবাদিকেরা মুখ ঢেকে পর্দার সামনে উপস্থিত হচ্ছেন। আর নারী উপস্থাপকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে মুখে ঢাকছেন পুরুষ উপস্থাপকেরাও। #ফ্রিহারফেস প্রচারণার আওতায় এ উদ্যোগ নিয়েছেন পুরুষ উপস্থাপকেরা।
আরেকজন সংবাদ উপস্থাপক গার্ডিয়ানকে জানান, ‘গত রোববার দুজন তালেবান সদস্য আমাদের অফিসে এসে বললেন, নারী সঞ্চালক ও উপস্থাপকদের জন্য বাধ্যতামূলকভাবে মুখ ঢেকে রাখার সিদ্ধান্ত কার্যকর করতে হবে। এরপর আমরা অফিস মিটিং করে সিদ্ধান্ত নিই যে পুরুষ সহকর্মীদেরও মাস্ক পরতে হবে এবং নারী সহকর্মীদের পাশে দাঁড়াতে হবে।’
তালেবান শাসন সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ, পুরুষসঙ্গী ছাড়া নারীদের দূরে ভ্রমণ নিষিদ্ধ করার পর সম্প্রতি নারী সংবাদ উপস্থাপকদের মুখ ঢেকে রাখার নির্দেশনার কথা জানায় তালেবান। ২১ মে থেকে কার্যকর হয় এ সিদ্ধান্ত।
আফগানিস্তান সম্পর্কিত পড়ুন: