হোম > বিশ্ব > এশিয়া

নারী সহকর্মীদের প্রতি সহমর্মিতা জানাতে মুখ ঢাকছেন পুরুষেরাও

আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকে নারীদের ওপর দিনকে দিন কঠোর করা হচ্ছে বিধিনিষেধ। সম্প্রতি তালেবান নির্দেশ জারি করেছে যে এখন থেকে আফগান নারীদের প্রকাশ্য স্থানে মুখ ঢাকতে হবে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, নির্দেশ অনুযায়ী গত রোববার থেকে আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলের নারী উপস্থাপক এবং সাংবাদিকেরা মুখ ঢেকে পর্দার সামনে উপস্থিত হচ্ছেন। আর নারী উপস্থাপকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে মুখে ঢাকছেন পুরুষ উপস্থাপকেরাও। #ফ্রিহারফেস প্রচারণার আওতায় এ উদ্যোগ নিয়েছেন পুরুষ উপস্থাপকেরা।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক উপস্থাপক জানিয়েছেন, গত দুই দিন তিনি ও তাঁর অন্য পুরুষ সহকর্মীরা মাস্ক পরে কাজ করছেন। তিনি বলেন, ‘মাস্ক পরে সংবাদ পাঠ বিরক্তিকর। আমি যখন মাস্ক পরে কাজ করি, তখন মনে হয় কেউ যেন আমার গলা চেপে ধরেছে।’

আরেকজন সংবাদ উপস্থাপক গার্ডিয়ানকে জানান, ‘গত রোববার দুজন তালেবান সদস্য আমাদের অফিসে এসে বললেন, নারী সঞ্চালক ও উপস্থাপকদের জন্য বাধ্যতামূলকভাবে মুখ ঢেকে রাখার সিদ্ধান্ত কার্যকর করতে হবে। এরপর আমরা অফিস মিটিং করে সিদ্ধান্ত নিই যে পুরুষ সহকর্মীদেরও মাস্ক পরতে হবে এবং নারী সহকর্মীদের পাশে দাঁড়াতে হবে।’

লিমা স্পেসালি নামের নারী উপস্থাপক বলেন, ‘আমি হতাশ ও হতবাক। মুখ ঢেকে সংবাদ পাঠের সময় আমি নিশ্বাস নিতে পারছি না। আমি অক্সিজেন পাই না। এর মধ্যেই আমাদের সঠিকভাবে শব্দ উচ্চারণ করতে হবে। মাস্ক পরে খবর পড়া খুব কঠিন।’

তালেবান শাসন সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন

মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ, পুরুষসঙ্গী ছাড়া নারীদের দূরে ভ্রমণ নিষিদ্ধ করার পর সম্প্রতি নারী সংবাদ উপস্থাপকদের মুখ ঢেকে রাখার নির্দেশনার কথা জানায় তালেবান। ২১ মে থেকে কার্যকর হয় এ সিদ্ধান্ত।  

আফগানিস্তান সম্পর্কিত পড়ুন:

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি