হোম > বিশ্ব > এশিয়া

অসুস্থ হয়ে আবারও হাসপাতালে মাহাথির

মালয়েশিয়ার দুই দশকের প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। সংক্রমণের চিকিৎসার জন্য ৯৮ বছর বয়সী মাহাথিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে গতকাল মঙ্গলবার জানান তার মুখপাত্র।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। তবে মাহাথির মোহাম্মদ কীসের সংক্রমণর আক্রান্ত হয়েছেন তা এখনো বলা হয়নি।

মাহাথির মোহাম্মদের হৃদ্‌রোগের সমস্যা আছে। সাম্প্রতিক বছরগুলোতে তাকে বেশ কয়েকবারই হাসপাতালে ভর্তি হতে হয়েছে। বাইপাস সার্জারিও করা হয়েছে তার।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা এক প্রতিবেদনে বলেছে, গতকাল মঙ্গলবার আদালতের কার্যক্রমে অংশ নেওয়ার কথা ছিল মাহাথির মোহাম্মদের। কিন্তু অসুস্থতাজনিত কারণে তিনি উপস্থিত হতে পারেননি।

মাহাথিরকে গত ২৬ জানুয়ারি জাতীয় হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। সাবেক এই প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, বর্তমানে সংক্রমণের জন্য চিকিৎসা নিচ্ছেন মাহাথির মোহাম্মদ। তারপর ঠিকভাবে স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য বিশ্রামে রাখা হবে তাকে।

২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহাথির মোহাম্মদ। এরপর ২০১৮ সালে বিরোধী জোটকে একটি ঐতিহাসিক জয়ে নেতৃত্ব দেওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে আবারও ফিরে আসেন তিনি। কিন্তু অন্তর্দ্বন্দ্বের কারণে দুই বছরেরও কম সময়ের মধ্যেই তার সরকারের পতন ঘটে।

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫