হোম > বিশ্ব > এশিয়া

অসুস্থ হয়ে আবারও হাসপাতালে মাহাথির

মালয়েশিয়ার দুই দশকের প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। সংক্রমণের চিকিৎসার জন্য ৯৮ বছর বয়সী মাহাথিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে গতকাল মঙ্গলবার জানান তার মুখপাত্র।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। তবে মাহাথির মোহাম্মদ কীসের সংক্রমণর আক্রান্ত হয়েছেন তা এখনো বলা হয়নি।

মাহাথির মোহাম্মদের হৃদ্‌রোগের সমস্যা আছে। সাম্প্রতিক বছরগুলোতে তাকে বেশ কয়েকবারই হাসপাতালে ভর্তি হতে হয়েছে। বাইপাস সার্জারিও করা হয়েছে তার।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা এক প্রতিবেদনে বলেছে, গতকাল মঙ্গলবার আদালতের কার্যক্রমে অংশ নেওয়ার কথা ছিল মাহাথির মোহাম্মদের। কিন্তু অসুস্থতাজনিত কারণে তিনি উপস্থিত হতে পারেননি।

মাহাথিরকে গত ২৬ জানুয়ারি জাতীয় হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। সাবেক এই প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, বর্তমানে সংক্রমণের জন্য চিকিৎসা নিচ্ছেন মাহাথির মোহাম্মদ। তারপর ঠিকভাবে স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য বিশ্রামে রাখা হবে তাকে।

২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহাথির মোহাম্মদ। এরপর ২০১৮ সালে বিরোধী জোটকে একটি ঐতিহাসিক জয়ে নেতৃত্ব দেওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে আবারও ফিরে আসেন তিনি। কিন্তু অন্তর্দ্বন্দ্বের কারণে দুই বছরেরও কম সময়ের মধ্যেই তার সরকারের পতন ঘটে।

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি