হোম > বিশ্ব

ইসরায়েলের গোয়েন্দা কেন্দ্র ও বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে একটি গোয়েন্দা কেন্দ্র ও একটি বিমানঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি এ দাবি করেছেন। আজ রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত একটি টেলিভিশন চ্যানেলে দেওয়ার ভাষণে তিনি এই দাবি করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে বিমান হামলা হয়। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আল-কুদস ফোর্সের দুই শীর্ষ জেনারেলসহ সব মিলিয়ে ১১ জন নিহত হন। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও ইরান ইসরায়েলকেই এর জন্য দায়ী করে আসছে। 

জবাবে গতকাল শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গতকাল শনিবার রাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। 

এই হামলাকে সফল বলে আখ্যা দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি। আজ রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে জেনারেল বাঘেরি বলেছেন, ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ...গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সফলভাবে শেষ হয়েছে এবং এর সব লক্ষ্য অর্জন করেছে।’ 

এ সময় জেনারেল বাঘেরি আরও জানিয়েছেন, ইরানের প্রতিশোধমূলক হামলা ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র ও একটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়েছিল। তেহরানের দাবি, এই ঘাঁটিগুলো থেকেই গোয়েন্দা তথ্য সংগ্রহ করে ও ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান ব্যবহার করে সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলা চালানো হয়েছিল। 

ইরানের এই শীর্ষ জেনারেল বলেন, ‘এই দুটি কেন্দ্রই উল্লেখযোগ্যভাবে ধ্বংস হয়ে গেছে এবং ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।’ তবে ইসরায়েলের দাবি, তারা ইরান ও এর প্রক্সি গোষ্ঠীগুলোর উৎক্ষেপণ ৯৯ শতাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে এবং এতে সামান্যই ক্ষতি হয়েছে। 

এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি ইরানের এই অভিযানকে ‘সীমিত পরিসরের অপারেশন’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘এই সীমিত পরিসরের অপারেশনে ইসরায়েলের সেসব অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যেগুলো আমাদের দূতাবাস আক্রমণে ব্যবহার করা হয়েছিল।’ 

জেনারেল সালামি বলেন, ‘এই অপারেশন প্রত্যাশার চেয়েও অনেক বেশি সফল হয়েছে।’ এ সময় তিনি ইসরায়েলকে যেকোনো ধরনের পাল্টা আক্রমণের বিষয়েও সতর্ক করে দেন।

আরও পড়ুন:

মাদুরোকে তুলে নিয়ে যাওয়ায় সাধুবাদ জানাল ইসরায়েল

মার্কিন যুদ্ধজাহাজে বন্দী মাদুরোর প্রথম ছবি প্রকাশ করলেন ট্রাম্প

মাদুরোর আগে সাদ্দামকে উৎখাত করে এই ডেল্টা ফোর্স

মাদুরো নেই, ভেনেজুয়েলার শাসনভার কার হাতে

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের নিন্দায় সরব রাশিয়া, নীরব চীন

মাদুরোকে মাদক ও অস্ত্র মামলায় অভিযুক্ত করল নিউইয়র্কের আদালত

ট্রাম্পের হুমকির কাছে মাথানত করবে না ইরান: খামেনি

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান—সর্বশেষ যা জানা গেল

যুক্তরাষ্ট্রেই হবে মাদুরোর বিচার, ভেনেজুয়েলায় অভিযান আপাতত শেষ: রুবিও

পানামার নরিয়েগার পরিণতি হবে কি মাদুরোর