হোম > স্বাস্থ্য > চিকিৎসকের পরামর্শ

পায়ুপথের ক্যানসার

ডা. মোহাম্মদ তানভীর জালাল 

হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামক ভাইরাস সংক্রমণের ফলে পায়ুপথের ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে। পায়ুপথের ক্যান্সারের লক্ষণ ও প্রতিরোধ করা সম্ভব।

কারা আক্রান্ত হন

  • হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে সংক্রমিত ব্যক্তি
  • রোগ প্রতিরোধ ক্ষমতা যাঁদের কম
  • যাঁদের যোনিদ্বার, যোনিপথ ও সারভাইক্যাল ক্যানসারের ইতিহাস আছে
  • অধিক যৌনসঙ্গী বা সঙ্গিনী আছে যাঁদের
  • সমকামী বা পায়ুসঙ্গম যাঁরা করেন
  • ধূমপায়ী।


রোগের লক্ষণ

  • মলদ্বার দিয়ে টাটকা রক্তক্ষরণ ও রস ঝরা
  • মলদ্বারের আশপাশে ফুলে যাওয়া
  • মলদ্বারে ব্যথা, চুলকানি 
  • মলত্যাগের অভ্যাস পরিবর্তন

যাঁদের পায়ুপথের ক্যানসারে 
আক্রান্ত হওয়ার লক্ষণগুলো আছে এবং মলদ্বারের আশপাশে লক্ষণগুলোর কোনো কিছু দেখা দেয়, তাঁরা দেরি না করে একজন কলোরেক্টাল সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। 
চিকিৎসক মলদ্বার পরীক্ষা করে আপনার রোগ ও রোগের পর্যায় বা স্টেজ নির্ণয় করে চিকিৎসাপদ্ধতি নির্ণয় করবেন।

চিকিৎসাপদ্ধতি

  • সার্জারি বা অপারেশন
  • রেডিওথেরাপি 

কেমোথেরাপি
চিকিৎসাপদ্ধতি কী হবে তা রোগের পর্যায় ও ধরনের ওপর নির্ভর করে। তাই সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিন।

প্রতিরোধ

  • ধূমপান বাদ দিন
  • পায়ুপথে যৌনমিলন পরিহার করুন
  • একাধিক যৌনসঙ্গী পরিহার করুন
  • কারও ব্যক্তিগত ব্যবহৃত জিনিস, যেমন স্যান্ডেল, মোজা ইত্যাদি ব্যবহার করবেন না।

 

লেখক: সহযোগী অধ্যাপক, কলোরেক্টাল সার্জারি বিভাগ, কলোরেক্টাল, লেপারোস্কপিক ও জেনারেল সার্জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

স্বাস্থ্য সম্পর্কিত আরও পড়ুন:

ওজন কমাতে অনুপ্রেরণা ধরে রাখবেন যেভাবে

ঝাঁকির কারণে শিশুর মস্তিষ্কে আঘাত

প্রতিস্থাপনে শূকরের অঙ্গ একদিন মানব অঙ্গের চেয়ে উন্নত হতে পারে: বিশেষজ্ঞ

এই শীতে কেন খাবেন তেজপাতা ও লবঙ্গ চা

গলা ও বুক জ্বালাপোড়া সমস্যা: কেন হয় এবং প্রতিরোধে করণীয়

যেসব তথ্যে বিভ্রান্ত হওয়া যাবে না

মনমেজাজ ভালো রাখতে পুষ্টিকর খাবার জরুরি

সকালে নাশতা না খাওয়ার পাঁচ ধরনের স্বাস্থ্যঝুঁকি

পিরিয়ডের সময় বেশি রক্তপাত হলে করণীয়

সাইনাসের সংক্রমণে চোখ ব্যথায় করণীয়